ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরি’এ লীগে প্রথম নারী রেফারি কাপুতি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০২, ৩ জুলাই ২০২২

সিরি’এ লীগে প্রথম নারী রেফারি কাপুতি

রেফারি কাপুতি

ইতালিয়ান সিরিএ লীগের ইতিহাসে প্রথমবারের মতো নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করবে ইতালিয়ান ফুটবলআর এই ইতিহাসের অংশ হতে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়েছেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতিগত শুক্রবারই ইতালির শীর্ষ লীগের রেফারিং পুলে জায়গা করে নেন তিনিএর ফলে ২০২২-২৩ মৌসুমেই প্রথমবারের মতো ইতিহাস গড়বেন ৩১ বছর বয়সী এই নারী রেফারি

আর এই অর্জনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করার কথা জানিয়েছেন ইতালির রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেডো ট্রেন্টালাঙ্গেতিনি বলেন, ‘এটি খুব সুন্দর একটি মুহূর্ত এবং তৃপ্তিরওসেইসঙ্গে এটা ভাবতে খারাপও লাগে যে একজন নারীর উপস্থিতিতে কেউ কেউ আবার অবাকও হবেরেফারিংয়ে কাপুতির ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালে

প্রাদেশিক ও আঞ্চলিক লীগে২০১৫ সালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সিরিএ ডি লীগে২০২০ সালে সিতে ম্যাচ পরিচালনা করেনএকইবছর বিতেও একটি ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি

×