ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাকিব থাকায় অনুপ্রাণিত তাইজুল

প্রকাশিত: ১৯:৪৪, ২৮ জানুয়ারি ২০২১

সাকিব থাকায় অনুপ্রাণিত তাইজুল

স্পোর্টস রিপোর্টার॥ ১১ মাসেরও বেশি সময় পর আবার ৩ ফেব্রুয়ারি টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ। তাই অনুপ্রাণিত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার দাবি দীর্ঘ বিরতি কোন প্রভাব ফেলবে না ক্রিকেটারদের পারফর্মেন্সে, সাকিব, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানদের সঙ্গে দারুন স্পিন জুটি গড়ার আশা ২৯ বছর বয়সী তাইজুলের। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় সব ধরণের ক্রিকেট কর্মকা- বন্ধ থেকেছে গত বছর। ঘরোয়া ক্রিকেটও হয়নি সেভাবে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর আর কোন দীর্ঘ পরিসরের ম্যাচ হয়নি। লম্বা এই বিরতি ক্রিকেটারদের টেস্ট খেলতে নামার পর সমস্যায় ফেলতে পারে। কিন্তু তাইজুল বলেন,‘সবকিছু হয়তো এতটা সহজ হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বেশকিছুদিন ধরে অনুশীলনের মধ্যে আছি এবং ওয়ানডে দলের সাথেও ছিলাম। ওখানে থাকার কারণে আমার অনুশীলনটা বেশি হয়েছে। আমাদের ভাল মানের প্র্যাকটিস সেশন হচ্ছে, আশা করি কামব্যাক করতে বড় ধরণের কোন অসুবিধা হবে না।’ ক্রিকেটাররা করোনা বিরতিতে মানসিকভাবে শক্ত ছিল আর সবাই অনুশীলন চালিয়ে যেতে সচেষ্টও ছিল। তাই ফিটনেস ঘাটতি হয়নি কোন ক্রিকেটারেরই। আর এখন নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবও ফিরেছেন। তাই বাড়তি সাহস পাচ্ছেন তাইজুল। তিনি বলেন,‘আসলে সাকিব ভাই যখন আমাদের সাথে থাকে বিশেষ করে স্পিনারদের অনেক সাহায্য করে। ব্যাটসম্যান কোন মুভমেন্টে থাকে সাকিব ভাই আগে থেকে বুঝে আরকি। আর সেটা আমাদের সাথে শেয়ার করে। আমি বলব যে আমি, মিরাজ, নাঈম ও সাকিব ভাইয়ের একটা ভাল জুটি হবে ইনশাআল্লাহ। আমরা ভাল করার চেষ্টা করব।’ সবমিলিয়ে লম্বা বিরতির কারণে খুব বেশি পার্থক্য খুঁজে পাচ্ছেন না তাইজুল। বরং অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। তাইজুল বলেন,‘আমি ব্যক্তিগতভাবে বলব যে আমারও ৬-৭ বছর হয়ে গেছে জাতীয় দলে খেলার। সাকিব ভাইয়ের কাছে হয়তো অনেক কিছু নিতে পেরেছি, তো সেগুলো চেষ্টা করব। দেখা যাচ্ছে সাকিব ভাই কোন কিছু বলার আগেই আমি সেগুলো করার চেষ্টা করব।’
×