ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাতারের স্বপ্ন কেড়ে নিতে পারে যুক্তরাষ্ট্র!

প্রকাশিত: ১২:৩৬, ১৭ এপ্রিল ২০২০

কাতারের স্বপ্ন কেড়ে নিতে পারে যুক্তরাষ্ট্র!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে সম্ভাব্য সবকিছু করেছে এশিয়ার দেশ কাতার। বিশ্বকাপের আর মাত্র দুই বছর বাকি। এখন দেশটিতে পুরো দমে চলছে সব ধরনের প্রস্তুতি। স্বপ্নের বিশ্বকাপটা ইতিহাসের সেরা আয়োজন করে স্মরণীয় করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কিন্তু তাদের স্বপ্নে হানা দিতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটি কাতারের বিরুদ্ধে অবৈধভাবে বিশ্বকাপের আয়োজক হওয়ার অভিযোগ তুলেছে। এর আগেও এমন অভিযোগ উঠলেও কোনবারই এর সত্যতা মেলেনি। কাতারও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এমন অভিযোগ। মূলত বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্কের শুরু। মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে অভিযোগ, বিপুল অংকের ঘুষ দিয়ে তারা বিশ্বকাপের আয়োজক হয়েছে। এবার একধাপ এগিয়ে কাতারের কাছ থেকে আয়োজক স্বত্ব কেড়ে নিয়ে তা যুক্তরাষ্ট্রের কাছে দেয়ার কথা বলছেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার। এক সাক্ষাতকারে সাবেক ক্ষমতাধর ব্লাটার বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ২০২৬ এর বদলে এটা (২০২২ বিশ্বকাপ আয়োজন) করতে পারে। তাদের সামর্থ্য আছে, এটা এমন কোন রকেট সাইন্স নয়! জাপানও পারে। তারা ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য বিডও করেছিল। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ওই বিশ্বকাপ থেকেই ৪৮ দলের অংশগ্রহণ শুরু হবে। সেটাই এক ধাপ এগিয়ে দিতে বলছেন ব্লাটার। শুধু যুক্তরাষ্ট্র কিংবা জাপান নয়, ব্লাটার মনে করেন জার্মানি কিংবা ইউরোপের কোন দেশের পক্ষেও ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়া সম্ভব। তবে এতে একটা অসুবিধা আছে। এ প্রসঙ্গে ব্লাটার বলেন, জার্মানি (বিশ্বকাপের আয়োজন) করতে পারে। তবে এটার মানে দাঁড়াবে ২০১৮ সালের পর টানা দ্বিতীয়বারের মতো ইউরোপে আয়োজিত হবে বিশ্বকাপ। ফলে ইউরোপ প্রথম পছন্দ নয়। এমন সময় ব্লাটার এমন মন্তব্য করলেন যখন কাতার ও ফিফার মধ্যে ঘুষের লেনদেনের অভিযোগ নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
×