ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগের দল বদল শুরু আজ

প্রকাশিত: ১২:৩৬, ৩ মার্চ ২০২০

প্রিমিয়ার ক্রিকেট লীগের দল বদল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার এই জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের আসর বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ হিসেবে নামকরণ করা হয়েছে। পূর্ব ঘোষিত তারিখ অনুসারে তিন দিনব্যাপী দল বদল শুরু হবে আজ। অবশ্য ইতোমধ্যেই ক্লাবগুলো পছন্দমতো বেশ কিছু ক্রিকেটারকে দলে খেলানো নিশ্চিত করে ফেলেছে। এবার আনুষ্ঠানিকতা হবে। এদিকে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সেখানেও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) একটি ডেস্ক রাখা হবে। এবার ‘প্লেয়ার্স বাই চয়েস’ প্রক্রিয়া বাতিল করে পুরনো নিয়মে হবে দল বদল। ফলে পছন্দমতো খেলোয়াড় নিতে পারবে ক্লাবগুলো এবং ক্রিকেটাররাও তাদের পছন্দমতো পারিশ্রমিকে দল বেছে নিতে পারবেন। ডিপিএলের প্রথম ৩/৪ রাউন্ড ঢাকায় হলেও বাকি ম্যাচ এবার চট্টগ্রাম কিংবা কক্সবাজারে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে খেলা হলে যাওয়া আসার খরচসহ যাবতীয় সব খরচ বিসিবি থেকে সরবরাহ করা হবে। গত দুই বছর প্লেয়ার বাই চয়েসের মাধ্যমে হয়েছিল ডিপিএল। কিন্তু এবার উন্মুক্ত পদ্ধতিতে দল বদল হবে। তবে দল বদল পদ্ধতিতে আগে শীর্ষ খেলোয়াড়দের নিয়ে যে পুল পদ্ধতি ছিল সেটিও নেই এবার। পুল থেকে প্রতিদল সর্বোচ্চ ২ জন করে সেরা খেলোয়াড় নিতে পারত। এবার সে নিয়ম যেমন নেই, তেমনি বিদেশী খেলানোর নিয়মও বাতিল করা হয়েছে। এই সুযোগে ইতোমধ্যেই সম্ভবপর সেরা খেলোয়াড়দের নিয়ে বড় বড় ক্লাবগুলো অনেকখানিই দল গুছিয়ে নিয়েছে। এবার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ আশরাফুল খেলবেন এক দলে। শেখ জামাল ধানম-ি ক্লাব তাদের নিশ্চিত করে ফেলেছে। তবে জানা গেছে, সর্বাধিক ৬০ লাখ টাকায় এবার আবাহনীতে যোগ দিয়েছেন মুশফিকুর রহীম। দলটি এবার মাশরাফি, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজকে ছেড়ে দিয়েছে। তবে দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও লিটন দাসকে ভিড়িয়েছে তারা। এছাড়া আরাফাত সানি, মেহেদি হাসান রানা, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাজমুল হোসেন শান্তও খেলবেন আবাহনীতে। তাই এবারও শক্তিশালী দলই গড়তে যাচ্ছে তারা। বিগ বাজেট নিয়ে দল গঠনে প্রাইম ব্যাংক তাদের পুরনো ক্রিকেটার নাঈম হাসান, এনামুল হক বিজয়, অলক কাপালীকে রেখে দিয়ে রনি তালুকদার, রকিবুল হাসান, মিঠুন, নাহিদুল হক, নাজমুল অপু, রুবেল ও মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে। এছাড়া বাঁহাতি ওপেনার তামিম ইকবালকেও টেনেছে তারা। গাজী গ্রুপ ক্রিকেটার্স ইমরুল কায়েসের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে মুমিনুল হক ও সৌম্যকে টেনে নিয়েছে। মাহমুদুল্লাহ ম্যাচ প্রতি ৩ লাখ টাকা হিসেবে ও সৌম্য ৪০ লাখে চুক্তিবদ্ধ হচ্ছেন এমনটাই জানা গেছে। শেখ জামাল রেখে দিয়েছে নূরুল হাসান সোহান, জিয়াউর রহমানকে। আজ দল বদল শুরুর পর সবার ঠিকানা নিশ্চিত হয়ে যাবে।
×