ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চন্দ্রশেখরের মৃত্যু নিয়ে রহস্য!

প্রকাশিত: ১০:৩৬, ১৭ আগস্ট ২০১৯

 চন্দ্রশেখরের মৃত্যু নিয়ে রহস্য!

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ৬ দিন পেরোলেই ৫৮তম জন্মদিন পালন করতেন। কিন্তু এর আগেই ৫৭ বছর ৩৫৯ দিন বয়সে মৃত্যুবরণ করলেন ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ভিবি চন্দ্রশেখর। বৃহস্পতিবার রাতে চেন্নাইয়ের মাইলাপুরে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এমনটাই জানা গিয়েছিল প্রথমে। তবে শুক্রবার পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন চন্দ্রশেখর। ক্রিকেট কেন্দ্রিক নানা ব্যবসায় ঋণে ডুবে যাওয়ার হতাশায় নিজ কক্ষের সিলিং ফ্যানে গলায় ফাঁস দেন তিনি। আসলেই মূল ঘটনা কি সেটা নিয়ে তাই রহস্য তৈরি হয়েছে। রয়পেত্তাহ হাসপাতালে ময়না তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। তার মৃত্যুতে ভারতীয় ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছিল চন্দ্রশেখরের পরিবার। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, শুরুতে এমনটা জানা গেলেও পুলিশ অন্য কথাই বলছে। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সেনথিল মুরুগান জানান, চন্দ্রশেখরের স্ত্রী সৌম্য জানিয়েছেন অনেক ঋণ থাকায় বিষণœতা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। মাইলাপুরে নিজ বাসার দ্বিতীয় তলায় ব্যক্তিগত শয়নকক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মৃতদেহ। ময়না তদন্তের জন্য তার লাশ রয়পেত্তাহ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে চা খেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে রুমে চলে যান চন্দ্রশেখর এবং পরে বন্ধ দরজা না খুললে জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখা যায়। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই), চেন্নাই সুপার কিংস শোক প্রকাশ করেছে। লিটল মাস্টার শচীন টেন্ডুলকর, অনীল কুম্বলে, ভিভিএস লক্ষণ, সুরেশ রায়না ছাড়াও ভারতের সাবেক ও বর্তমান তারকাদের অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এমনকি দেশের বাইরেও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংসহ অনেক ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন। চন্দ্রশেখর তামিলনাড়ু ও ভারত জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। এরপর তিনি ক্রিকেট সংশ্লিষ্ট নানা কর্মকা-ে যুক্ত ছিলেন। তামিলনাড়ু দলের কোচও ছিলেন ২০১৩ পর্যন্ত। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত ভারতের দক্ষিণাঞ্চলের জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন তিনি। টিভিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ চালিয়ে যাওয়া এ সাবেক ভারতীয় ওপেনার তামিলনাড়ু প্রিমিয়ার লীগের দল ভিবি কাঞ্চি বিরান্সের মালিক, ভেলাচেরিতে ‘ভিবিস নেস্ট’ নামে একটি ক্রিকেট একাডেমিও আছে তার। চন্দ্রশেখর ১৯৮৮ সালে তামিলনাড়ুকে দ্বিতীয় রঞ্জি ট্রফি জেতাতে অসামান্য অবদান রাখেন। ওই বছর তার দুর্দান্ত পারফর্মেন্স তাতে জায়গা করে দেয় জাতীয় দলে। ১৯৯০ সাল পর্যন্ত খেলেছেন মাত্র ৭টি ওয়ানডে, সবমিলিয়ে করেন ৮৮ রান। ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রানের জয়ে ৭৭ বলে তার ৫৩ রানের ইনিংস ছিল স্মরণীয়। তবে কোন টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ ভাল নৈপুণ্য দেখিয়েছেন দীর্ঘ সময় ধরে। প্রায় ১১ বছর ধরে ৮১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪৯৯৯ রান করেন ৪৩.০৯ গড়ে। ১০ সেঞ্চুরি ও ২৩ হাফ সেঞ্চুরির মধ্যে উল্লেখযোগ্য ছিল ২৩৭ রানের অপরাজিত ইনিংস।
×