ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দশজনের সংক্ষিপ্ত তালিকায় মেসি, রোনাল্ডোসহ ভার্জিল

প্রকাশিত: ১১:৪৫, ২ আগস্ট ২০১৯

দশজনের সংক্ষিপ্ত তালিকায় মেসি, রোনাল্ডোসহ ভার্জিল

স্পোর্টস রিপোর্টার ॥ বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে ফিফা বর্ষসেরা ফুটবলার এ্যাওয়ার্ড অনুষ্ঠানের (দ্য বেস্ট)। আগামী ২৩ সেপ্টেম্বর ইতালির মিলানে ঘোষণা করা হবে ২০১৯ সালে বিভিন্ন ক্যাটাগরিতে ফিফা সেরা ফুটবলারের নাম। ফিফার সদস্যভুক্ত জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। সেরা তারকাদের নাম ঘোষণার আগে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) প্রকাশ করেছে দশজনের সংক্ষিপ্ত তালিকা। বৃহস্পতিবার বিভিন্ন বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়। তবে সবার দৃষ্টি পুরুষ বিভাগ অর্থাৎ ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর জন্য ঘোষিত ১০ জনের সংক্ষিপ্ত তালিকায়। বরবারের মতো এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন সময়ের দুই সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। তবে ঠাঁই পাননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। শুধু তাই নয়, বর্তমান অর্থাৎ ২০১৮ সালের বর্ষসেরা রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচও নেই সংক্ষিপ্ত তালিকায়। মেসি-রোনাল্ডো ছাড়া সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন ডাচ ক্লাব আয়াক্সের ফ্রেঙ্কি ডি ইয়ং; তিনি এবার দলবদল করে বার্সিলোনায় যোগ দিয়েছেন। আয়াক্সের ডাচ ফুটবলার ম্যাথিজ ডি লিট। চ্যাম্পিয়ন্স লীগ মাতানো এই ফুটবলারও দল পরিবর্তন করে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিয়েছেন। বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড; চেলসি ও বেলজিয়ামের হয়ে পারফর্ম করায় তিনি তালিকায় আছেন। তিনিও দল বদল করে রিয়াল মাদ্রিদে এসেছেন। আরও আছেন টটেনহ্যামের ইংলিশ তারকা হ্যারি কেন, লিভারপুলের সেনেগালের ফুটবলার সাদিও মানে, পিএসজির ফরাসী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, লিভারপুলের মিসরিয়ান তারকা মোহাম্মদ সালাহ ও লিভারপুলের হয়ে মাঠ মাতানো ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের জমাট রক্ষণের মূল ভরসা ছিলেন ভার্জিল ভ্যান। খেলোয়াড়দের ভোটে গত মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লীগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান ডাচ এই ফুটবলার। হল্যান্ডকে উয়েফা নেশন্স লীগের ফাইনালে তুলতেও বড় অবদান রাখেন তিনি। যে কারণে ফিফা সেরার দৌড়ে ভালমতোই আছেন তিনি। গত মৌসুমে আয়াক্সের হয়ে দারুণ ফুটবল খেলে আলোচনায় আসেন হল্যান্ডের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। আয়াক্সের হয়ে জেতেন ডাচ ঘরোয়া লীগ ও কাপ। দলকে নিয়ে যান চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে। হল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেন তরুণ এই ফুটবলার। ফিফা সেরাদের কাতারেও তাই চলে এসেছেন। গত মৌসুমে আয়াক্সের সাফল্যের আরেক কারিগর ডি লিট। তার নেতৃত্বে ঘরোয়া ডাবল জেতে আয়াক্স। ২২ বছর পর চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ওঠা দলটির রক্ষণের মূল ভরসা ছিলেন ডি লিট। গত চ্যাম্পিয়ন্স লীগের সেরা একাদশেও জায়গা পান ১৯ বছর বয়সী এই ফুটবলার। এবার তাই হল্যান্ডের কেউ ফিফা সেরা হয়ে গেলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। জুভেন্টাসের হয়ে প্রত্যাশিত সাফল্য না পেলেও জাতীয় দল পর্তুগালের হয়েও মৌসুমটা দারুণ কেটেছে রোনাল্ডোর। গত মাসে তার নেতৃত্বে উয়েফা নেশন্স লীগ জিতেছে পর্তুগীজরা। সেমিফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিকও করেন পাঁচবারের ফিফাসেরা তারকা। অন্যদিকে বরাবরের মতো গত মৌসুমটাও দারুণ কেটেছে মেসির। বার্সিলোনাকে লা লিগা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ও কোপা ডেল রে’র ফাইনালেও ওঠাতেও বড় অবদান রাখেন আর্জেন্টাইন তারকা। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও গত মৌসুমটাও দুর্দান্ত গেছে মেসির। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে একই সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন সু। চ্যাম্পিয়ন্স লীগেও করেন সর্বোচ্চ ১২ গোল। তবে জাতীয় দলের হয়ে আরও একবার হতাশ হতে হয়েছে মেসিকে। কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় মেসির দলকে। যে কারণে আরও একবার সমালোচনা সইতে হয়েছে পাঁচবারের ফিফাসেরা তারকাকে।
×