ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এশিয়ান স্কুল দাবায় এবার খুশবু রানারআপ

প্রকাশিত: ১১:০৫, ২৯ জুন ২০১৯

 এশিয়ান স্কুল দাবায় এবার খুশবু রানারআপ

স্পোর্টস রিপোর্টার ॥ খেলার দিন জ্বর ও কিঞ্চিৎ রক্তবমি। ফলে শারীরিক অসুস্থতা। আর এ কারণেই হয়তো শতভাগ সাফল্য কুড়িয়ে নেয়া গেল না। তারপরও সামগ্রিকভাবে যতটা অর্জন হয়েছে সেটাও দারুণ ঈর্ষণীয়। বলা হচ্ছে খুদে প্রতিভাময়ী দাবাড়ু ওয়ারসিয়া খুশবুর কথা। সুদূর উজবেকিস্তানের মাটিতে দাবা-নৈপুণ্য দিয়ে খুশবু ছড়ালো বাংলাদেশের খুশবু। তাসখন্দে অনুষ্ঠেয় এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের র‌্যাপিড দাবায় ও স্ট্যান্ডার্ড দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হবার পর এই আসরের তৃতীয় ও সর্বশেষ ইভেন্ট ব্লিজ দাবা ইভেন্টের বালিকা অনুর্ধ-৭ গ্রুপে খুশবু হয়েছে রানারআপ। ৭ খেলায় তার সংগ্রহ ৬ পয়েন্ট। এবারের এশিয়ান স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনুর্ধ-৭ গ্রুপের তিনটি ইভেন্টে অংশ নিয়ে খুশবু দেশের পক্ষে ২টি স্বর্ণ ও ১টি রৌপ্যপদক লাভের গৌরব অর্জন করলো। বিস মাসকট প্রাইভেট লিমিটেড এবারের এশিয়ান স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য খুশবুকে আর্থিক পৃষ্ঠপোষকতা করে। অথচ বাংলাদেশ দাবা ফেডারেশন খুশবুকে একটি টাকা দিয়েও সাহায্য করেনি। উজবেকিস্তানের তারখন্দে অনুষ্ঠিত এই স্কুল দাবায় অংশ নিয়েছিল ১৬ দেশ।
×