ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে পরিত্যক্ত উন্ডিজ-দ. আফ্রিকা ম্যাচ

প্রকাশিত: ১১:৫৩, ১১ জুন ২০১৯

 বৃষ্টিতে পরিত্যক্ত উন্ডিজ-দ. আফ্রিকা ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির বাগরা দিলো সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে। যে কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। বিশ্বকাপের ১৫তম ম্যাচের ৭.৩ ওভার পরেই হানা দেয় বৃষ্টি। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করেও মাঠ খেলার উপযুক্ত না হলে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়। এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় প্রোটিয়ারা। দলীয় ১১ রানেই হাশিম আমলাকে ক্রিস গেইলের ক্যাচ বানিয়ে মিলিটারি স্যালুট দেন শেলডন কটরেল। ব্যক্তিগত ৬ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন হাশিম আমলা। দলীয় ২৮ রানে এইডেন মার্করামের (৫) উইকেটও তুলে নেন বাঁহাতি এই মিডিয়াম পেসার। ম্যাচের বয়স যখন ৭.৩ ওভার ঠিক তখনই হানা দেয় বৃষ্টি। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭.৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ২৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। সেই সময়ে ব্যাটিংয়ে ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কুইন্টন ডি ককের ব্যাটে তখন রান সংখ্যা ১৭। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত জয় দেখেনি দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই লজ্জাজনকভাবে হেরে যায় প্রোটিয়ারা। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে ১ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে ফাফ ডু প্লেসিসের দল। তবে পয়েন্ট টেবিলের অবস্থানের কোন পরিবর্তন ঘটেনি তাতে। টেবিলের ৯ নম্বরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে হারে আর বাকি ম্যাচে জয় পায়। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচ থেকে ক্যারিয়দের সংগ্রহ এখন ৩ পয়েন্ট। অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচে। টেবিলের শীর্ষে যথারীতি নিউজিল্যান্ড। তিন ম্যাচের সবকটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ব্ল্যাক ক্যাপসরা।
×