ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাদেজার ব্যাটে রেসে ফিরল ভারত

প্রকাশিত: ০৫:৪৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

জাদেজার ব্যাটে রেসে ফিরল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ সাউদাম্পটন টেস্টের পরই বিরাট কোহলি বলেছিলেন, প্রতিপক্ষের তুলনায় টেল-এন্ডে ব্যাটিং ব্যর্থতা সিরিজ হারের অন্যতম কারণ। ওভালে নিয়ম রক্ষার পঞ্চম ও শেষ ম্যাচে বাদ পড়েন রবিচন্দ্রন অশ্বিন ও হারদিক পান্ডিয়া। পরিবর্তে সুযোগ পাওয়া রবীন্দ্র জাদেজার আর অভিষিক্ত হনুমা বিহারি অধিনায়কের ধারণার সত্যতা প্রমাণ করলেন। বলতে গেলে প্রায় ছিটকে যাওয়া ম্যাচে সফরকারীদের রেসে ফিরিয়েছেন দুই টেল-এন্ডার। ৫৬ রান করে আউট হয়েছেন বিহারি। ৮৬ রানে অপরাজিত থেকে গেছেন জাদেজা। রবিবার তৃতীয়দিন ইংল্যান্ডের ৩৩২ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ২৯২ রানে। ম্যাচে ব্যক্তিগত ৪৯ রানের পথে টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ভার্সন মিলিয়ে ক্যারিয়ারে দ্রুত ১৮০০০ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। আর বিতর্কে জড়িয়ে ডিমেরিট পয়েন্ট জুটেছে ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন। ১৫৪ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে যাওয়া ভারতের হয়ে দারুণ ব্যাটিং করেছেন বিহারি ও জাদেজা। অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করেছেন বিহারি। ১২৪ বলে ৭ চার ও ১ ছক্কায় খেলেছেন ৫৬ রানের কার্যকর ইনিংস। আট নম্বরে নামা জাদেজা ছাড়িয়ে গেছেন সবাইকে। ১৫৬ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৬ রানের দুর্দন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জেমস এ্যান্ডারসন, বেন স্টোকস ও মঈন আলি। কোহলির ব্যাটিংয়ের সময় একটি এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেন এ্যান্ডারসন। ঘটনা ভারতীয় ইনিংসের ২৯তম ওভারে। ১৬ রানে ব্যাটিং করছিলেন কোহলি। কোহলির প্যাডে বল আঘাত করার পর রিভিউ নেয় ইংল্যান্ড। কিন্তু সেটা সফল না হওয়ায় অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এ্যান্ডারসন। আম্পায়ারের সঙ্গে এমন আচরণের পর এ্যান্ডারসনকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আম্পায়ারের সঙ্গে আক্রমণাত্মক আচরণের জন্য তাকে এমন শাস্তি দেন ম্যাচ রেফারি এ্যান্ডি পাইক্রফট। ২০১৬ সালে আইসিসি খেলোয়াড়দের আচরণ বিধির নতুন নিয়ম করার পর এই প্রথম এমন শাস্তি পেলেন ইংল্যান্ডের অন্যতম সফল পেসার এ্যান্ডারসন।
×