ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উজবেকিস্তানের বিরুদ্ধে কঠিন পরীক্ষা বাংলাদেশের

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ আগস্ট ২০১৮

উজবেকিস্তানের বিরুদ্ধে কঠিন পরীক্ষা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ উজবেকিস্তানের বিরুদ্ধে এশিয়ান গেমসের পুুরুষ ফুটবলে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে অংশ নিতে শনিবার ইন্দোনেশিয়া পৌঁছেছে লাল-সবুজের দল। এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠবে শনিবার। কিন্তু তার চারদিন আগেই শুরু হয়ে যাচ্ছে ফুটবলের মাঠের লড়াই। বাংলাদেশ দল দক্ষিণ কোরিয়া থেকে ইন্দোনেশিয়া পৌঁছেছে। এরপর সেখানে চলছে ঘাম ঝরানো অনুশীলন। পুরুষ ফুটবলে ছয় গ্রুপে মোট ২৪টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি গ্রুপে এক ও দুই নম্বর দল শেষ ষোলোতে জায়গা পাবে। এছাড়াও ছয় গ্রুপের সেরা চারটি তৃতীয় হওয়ার দলও প্রি-কোয়ার্টারে উঠে আসবে। এশিয়ান গেমস ফুটবলে ‘বি’ গ্রুপে উজবেকিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার। গত এশিয়ান গেমসেও বাংলাদেশের গ্রুপে ছিল উজবেকিস্তান। বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। তবে এশিয়ান গেমসে বাংলাদেশের আগে কখনও দেখা হয়নি থাইল্যান্ড ও কাতারের সঙ্গে। থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ১৬ আগস্ট, কাতারের বিরুদ্ধে খেলবে ১৯ আগস্ট।
×