ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘শতভাগ প্রস্তুত আমরা’

প্রকাশিত: ০৫:১৪, ২৩ জুন ২০১৮

‘শতভাগ প্রস্তুত আমরা’

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে শুক্রবার গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যাওয়ার আগে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক বলে গেলেন, ‘শতভাগ প্রস্তুত আমরা।’ মুমিনুল বলেছেন, ‘আমার কাছে মনে হয়, শতভাগ প্রস্তুত আমরা। সবাই প্রস্তুত, আমিও প্রস্তুত। খুব ভাল হয়েছে প্রস্তুতি। পরেরটা ওখানে গিয়ে দেখা যাবে। আপাতত মানসিক ও শারীরিকভাবে সবাই বেশ ভাল প্রস্তুতি নিয়েছে।’ নতুন কোচ স্টিভ রোডসের তত্ত্বাবধানে তিনদিন অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এ তিনদিনেই সব বোঝা হয়ে যাবে। তা নয়। তবে সম্পর্ক ভাল হচ্ছে। তাই বলেছেন মুমিনুল, ‘মাত্র এক-দুইদিন হয়েছে, ওভাবে এখনও বোঝা যাবে না। তবে সম্পর্কের কথা বললে খুব ভাল হচ্ছে। আশাকরি সবাই দ্রুত মানিয়ে নিতে পারব।’ সঙ্গে যোগ করেন, ‘একজন মানুষের সঙ্গে মিশতে, তাকে বুঝতে সময় লাগে। এখনও পর্যন্ত আমার মনে হয় ভালই হবে। আমরা কিছু শিখতে পারলে আরও ভাল হবে।’ আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজ আগে। তাই টেস্ট দলই ওয়েস্ট ইন্ডিজ গেছে। যে দলে সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসের ৪ তারিখ থেকে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ১২ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপরও ২২ জুলাই প্রথম ওয়ানডে, ২৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ২৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১ আগস্ট প্রথম টি২০, ৫ আগস্ট দ্বিতীয় টি২০ ও ৬ আগস্ট তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষাতেই নামতে হবে বাংলাদেশকে। বিশেষ করে ব্যাটসম্যানদের। কারণ বাউন্সি উইকেট। মুমিনুল অবশ্য তা মনে করছেন না, ‘এমন তো নয় আমরা জীবনে বাউন্সি উইকেটে খেলিনি। তো সেটি নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের দুর্ভাবনারও কিছু নাই। আপনারা বেশি ভাবনায় পড়লে সেটি আমাদের মাথায়ও ঢুকে যাবে। মানুষের মস্তিষ্ক তো। একটা কথা বলতে থাকলে সেটা নেবেই। বাউন্সি উইকেটে আগেও খেলেছি। গিয়ে দ্রুত মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলে সমস্যা নেই।’ টেস্টেই শুধু নয়, ওয়ানডেতেও ভাল খেলবে বাংলাদেশ। এমন বিশ্বাসই মুমিনুলের, ‘আমার কাছে মনে হয়, টেস্ট তো বটেই, ওয়ানডেতেও আমরা ভাল ক্রিকেট খেলব। শুধু টেস্ট বললে হবে না। ওয়ানডেতে আমরা ওদের চেয়ে ভাল খেলি।’ সঙ্গে টি২০ নিয়ে ভাল খেলবে বাংলাদেশ, তা বলতে পারেননি মুমিনুল, ‘টি২০ বলতে পারব না। তবে টেস্ট-ওয়ানডেতে ভাল কিছু আশা করতে পারি।’
×