ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিয়ের পিঁড়িতে বেন স্টোকস

প্রকাশিত: ০৫:৫২, ১৬ অক্টোবর ২০১৭

বিয়ের পিঁড়িতে বেন স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ বেন স্টোকস আসলেই ব্যতিক্রম। ব্রিস্টলে পানশালার বাইরে একব্যক্তির নাক মুখ ফাঁটিয়ে দিয়ে এ্যাশেজ সিরিজের দল থেকেই ছিটকে গেছেন ইংল্যান্ড টেস্ট সহ-অধিনায়ক। অনেকে বলছেন, নিজেকে শোধরাতে স্টোকসের রিহ্যাবিলিটেশনের সাহায্য নেয়া উচিত, অথচ বিয়ের বাদ্যি বাজালেন তিনি। চরম বিতর্কিত সময়টাকেই বিয়ের জন্য বেছে নিলেন তুখোড় এই ইংলিশ অলরাউন্ডার। গাটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বান্ধবী ক্লেয়ার র‌্যাটক্লিফের সঙ্গে। তাদের দুটি সন্তানও রয়েছে। শনিবার র‌্যাটক্লিফের সঙ্গে আনুষ্ঠানিক ঘর বাঁধেন স্টোকস। গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর বিলাসবহুল হোটেলে সংবর্ধনার আয়োজন করা হয়। স্টোকসের বিয়েতে হাজির হয়েছিলেন ওয়ানডে অধিনায়ক ইয়ান মরগান, টেস্ট অধিনায়ক জো রুট, সাবেক অধিনায়ক ও টেস্ট ওপেনার এ্যালিস্টার কুক, সাবেক তারকা অলরাউন্ডার পল কলিংউড, বর্তমান তারকা পেসার স্টুয়ার্ড ব্রড, জস বাটলারসহ জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন র‌্যাটক্লিফের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব। বিয়েতে ক্লেয়ার র‌্যাটক্লিফ সিল্কের গাউন পরেন। স্টোকস পরেন শ্যুট-টাই। অনুষ্ঠানে ক্লেয়ার নিজেকে ক্রিকেট উয়িডো (ক্রিকেটারের স্ত্রী হিসেবে যে তাকে লম্বা সময় একা থাকতে হয়) এবং দুই দৈত্যের মা বলে উল্লেখ করেন। ব্রিস্টলে মধ্যরাতে স্থানীয় পানশালা থেকে বের হওয়ার পর মারামারি করে আলোচনায় ইংল্যান্ড তারকা অলরাউন্ডার স্টোকস। প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে এক ভিডিওতে দেখা যায় একজনকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন তিনি। মারামারির ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে ইংল্যান্ডের এ্যাশেজ সিরিজের দল থেকে (আপতত প্রথম ম্যাচ) থেকে বাদ পড়েছে। পুলিশের তদন্ত শেষে স্থায়ী সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। হারিয়েছেন ২ কোটি টাকার স্পন্সরও। অপেক্ষায় আছেন কি শাস্তি হয় সেটা জানার। দীর্ঘদিনের বান্ধবী র‌্যাটক্লিফকে বিয়ের জন্য এমন দুঃসময়কেই বেছে নিলেন স্টোকস।
×