ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বোথামকে হারানোর অপেক্ষায় ব্রড

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ আগস্ট ২০১৭

বোথামকে হারানোর অপেক্ষায় ব্রড

অনলাইন ডেস্ক ॥ আর মাত্র ৫ উইকেট। আর ৫ উইকেট পেলেই ইয়ান বোথামকে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন স্টুয়ার্ট ব্রড। বর্তমানে ব্রডের উইকেট ৩৭৯টি। প্রাক্তন ইংলিশ অলরাউন্ডার বোথামের আছে ৩৮৩ উইকেট। ৪৮৭ উইকেট নিয়ে সবার ওপরে ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই বোথামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ব্রডের সামনে। আগামী বৃহস্পতিবার এজবাস্টনে দিবারাত্রির টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। ইংল্যান্ডের বর্তমান পেস আক্রমণের সেরা দুই অস্ত্র অ্যান্ডারসন ও ব্রড। এই দুজনই টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটের তালিকার শীর্ষ দুটি স্থানে থাকতে যাচ্ছেন। এ ছাড়া টেস্ট ইতিহাসের ষষ্ঠ বোলার ও তৃতীয় পেসার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে অ্যান্ডারসনের চাই আর ১৩ উইকেট। ২০১৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিনকে অ্যালিস্টার কুকের ক্যাচ বানিয়ে বোথামকে ছাড়িয়ে গিয়েছিলেন অ্যান্ডারসন। সেই স্মৃতি মনে করে ব্রড বলেছেন, ‘আমার মনে আছে, জিমি যখন বিফিকে (বোথামের ডাক নাম) ছাড়িয়ে যায় এবং দেখেছি তার কাছে এটার কতটা অর্থ ছিল। সে এ যাবতকালে ইংল্যান্ডের সবচেয়ে বড় খেলোয়াড়।’
×