ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ম্যানইউতে লুকাকুর চুক্তি সম্পন্ন

প্রকাশিত: ০৭:০৬, ১২ জুলাই ২০১৭

ম্যানইউতে লুকাকুর চুক্তি সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ রোমেলু লুকাকুর পেছনে ছুটেছিল বেশ কয়েকটি ক্লাব। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পেরে ওঠেনি তারা। রেকর্ড পারিশ্রমিকে এভারটন থেকে ওল্ড ট্র্যাফোর্ডের আঙ্গিনায় আগমন নিশ্চিত করেছেন। দাবি করা হয়েছে এজন্য ট্রান্সফারের ফি ছিল ৭৫ মিলিয়ন পাউন্ড (৯৭ মিলিয়ন মার্কিন ডলার)। আর ব্রিটিশ ক্লাবগুলোর পরস্পরের মধ্যে ট্রান্সফারের ক্ষেত্রে এই পারিশ্রমিক ইতিহাসে সর্বকালের সেরা। ২৪ বছর বয়সী এ বেলজিককে না পেয়ে দারুণ হতাশ চেলসির কোচ এ্যান্টোনিও কন্টে। এ কারণে তিনি এখন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার দিকে হাত বাড়িয়েছেন। আর সোমবার নতুন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে লস এ্যাঞ্জেলেসে যোগ দেন লুকাকু। তিনি জানিয়েছেন পল পোগবা রেকর্ড পারিশ্রমিকে ওল্ড ট্র্যাফোর্ডে আসার ঘটনা দেখেই উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। ৫ বছরের জন্য ম্যানইউয়ের সঙ্গে চুক্তি হয়েছে লুকাকুর। পোগবা গত মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যান ইউতে যোগ দিয়েছিলেন। সেটি এখন পর্যন্ত ব্রিটিশ কোন ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয়ার ঘটনা। এবার লুকাকুর দামটাও অনেক চড়া হয়ে যায় এভারটনে খেলা এ বেলজিয়ানকে নিতে কয়েকটি শীর্ষ ক্লাবের প্রতিযোগিতা শুরু হওয়ার কারণে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও লুকাকুকে পেতে চেষ্টায় ছিল। দাবি করা হয় যে রিয়াল তাকে পাওয়ার জন্য প্রায় ৮০ মিলিয়ন ইউরোর কাছাকাছি একটা অঙ্কের অর্থ নিয়ে প্রস্তুত ছিল। কিন্তু সেখানে কন্টের প্রস্তাবনা ছিল ৭০ মিলিয়ন ইউরো। এই দুটি ক্লাবকে টেক্কা দিয়ে অবশেষে ম্যানইউ পেয়ে গেছে লুকাকুকে। কারণ তারা তাকে দিচ্ছেন ৮৫.৫ মিলিয়ন ইউরো। এই পরিমাণ পারিশ্রমিক নির্ধারিত হওয়ায় এখন সপ্তাহে লুকাকুর পকেটে ঢুকবে ২ লাখ ব্রিটিশ পাউন্ড করে। এর আগে এক ব্রিটিশ ক্লাব থেকে অন্য ব্রিটিশ ক্লাবে খেলোয়াড় আদান-প্রদানে এত পারিশ্রমিক দেয়নি কেউ। তাই নতুন রেকর্ডই গড়লেন লুকাকু। আবারও লুকাকু শিষ্য হয়ে গেলেন কোচ জোশে মরিনহোর। ২০১৪ সালে চেলসি থেকে লুকাকুকে এভারটনে বিক্রি করেছিলেন মরিনহো। আবার তাকেই ফিরিয়ে আনলেন। তবে তাদের সম্পর্ক বরাবরই বেশ ভাল বলেই দাবি করেছেন লুকাকু। তিনি বলেন, ‘আমি তার অধীনে খেলার জন্য মুখিয়ে আছি। এটাই হবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ব্যাপার। তার এবং আমার মধ্যে সত্যিই খুব ভাল একটা সম্পর্ক আছে। ১০ বছর বয়স থেকেই আমার স্বপ্ন ছিল যে তার অধীনে খেলব। ২৪ বছর বয়সে এসে সেটা পূর্ণ হতে চলেছে। অবশেষে ৮ বছর ধরে পেশাদার খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগও পেতে যাচ্ছি।’ যেখানে লুকাকুর স্বপ্ন পূরণ হয়েছে, ভেঙ্গেছে কন্টের। তিনি মনেপ্রাণেই চেয়েছিলেন এ বেলজিয়ানকে দলে নিতে। কিন্তু আর্থিক লড়াইয়ে পারেননি। তাই এবার মোরাতাকে নিতে তিনি দলে ভেড়াতে সচেষ্ট। ৫ বছরের চুক্তিতে এ স্প্যানিশ খেলোয়াড়কে তিনি সাপ্তাহিক ১ লাখ ৫০ হাজার পাউন্ড প্রস্তাব করেছেন। লুকাকুকে হারানোর দুঃখটা মোরাতাকে নিয়ে ঘোচাতে চান কন্টে।
×