ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চলতি মৌসুম শেষেই ছাড়ছেন ন্যুক্যাম্প, কাতালানদের নতুন কোচের দৌড়ে এগিয়ে সাম্পাওলি

বার্সাকে বিদায়ের ঘোষণা এনরিকের

প্রকাশিত: ০৫:৫৩, ৩ মার্চ ২০১৭

বার্সাকে বিদায়ের ঘোষণা এনরিকের

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছরের চুক্তি শেষ হবে চলতি মৌসুমেই। সাফল্য নেহায়েত মন্দ নয়। হয়ত চুক্তি নবায়নও হতো। কিন্তু না, সে পথে হাঁটছেন না লুইস এনরিকে। সফল এই কোচ চলতি মৌসুম শেষেই বার্সিলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে লা লিগায় স্পোর্টিং গিজনের বিরুদ্ধে বার্সার ৬-১ গোলের বিশাল জয়ের পর তিনি এ ঘোষণা দেন। বার্সার হয়ে অধিক চাপের কারণেই ৪৬ বছর বয়সী এনরিকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ম্যাচ শেষে এনরিকে বলেন, আগামী মৌসুমে আমি আর বার্সিলোনার কোচ থাকছি না। এটা একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু সবকিছু বিবেচনা করে আমি মনে করছি সিদ্ধান্তটা যথার্থ। এবারের মৌসুমের পরপরই এনরিকের সাথে কাতালানদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নিজের তিন বছরের মেয়াদে বার্সিলোনার হয়ে এনরিকে আটটি শিরোপা জিতেছেন। এর মধ্যে লা লিগায় ক্যারিয়ারের প্রথম দায়িত্বেই পেয়েছেন ট্রেবল শিরোপা। এছাড়া গতবছর পেয়েছেন লা লীগা ও স্প্যানিশ কোপা ডেল রে। এ সিদ্ধান্তের পর বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ বলেছেন, এনরিকে বার্সিলোনার একজন কিংবদন্তি কোচ হিসেবেই দায়িত্ব ছাড়ছেন। মূলত চ্যাম্পিয়ন্স লীগে দুই সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরই বার্সিলোনায় এনরিকের ভবিষ্যত নিয়ে শঙ্কা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে এনরিকে বলেন, এখনও বার্সার হয়ে আমার সামনে তিন মাস সময় আছে। আমরা একটি কঠিন পর্যায়ে আছি, বিশেষ করে একটি আসরে। কিন্তু সকলের সহযোগিতায় এবং যদি তারকারা নিজেদের মেলে ধরতে পারে তবে অবশ্যই আমরা ফিরে আসব। এই তিন মাস আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। ২০১২ সালে চার বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার কাটিয়ে বার্সিলোনা ছেড়েছিলেন পেপ গার্ডিওলা। বন্ধু ও সাবেক সতীর্থ গার্ডিওলাও এনরিকের মতোই যাওয়ার আগে ন্যুক্যাম্পে প্রত্যাশার অতিরিক্ত চাপকে দায়ী করে গিয়েছিলেন। এনরিকে বলেন, এই কারণেই আমি এই পেশাটা ছাড়ছি। এখন আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন। এনরিকের এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন, এই সময়ে এমন সিদ্ধান্তে বার্সার খেলায় প্রভাব পড়তে পারে। কাতালান মিডফিল্ডার ইভান রাকিটিচ জানিয়েছেন, কোচের এই সিদ্ধান্ত তিনি নিজেই ড্রেসিং রুমে আমাদের জানিয়েছেন। কিছুটা সময়ের জন্য আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। কারণ আজই ( বুধবার) যে তিনি ঘোষণা দিবেন এটা আমাদের জানা ছিল না। তবে ড্রেসিং রুম থেকে সে সবধরনের সহযোগিতা পেয়েছে। সামনের দিনগুলোতে আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব। সাবেক বার্সিলোনা ও বর্তমানে ম্যানচেস্টার সিটি কোচ গার্ডিওলা এনরিকের তিনটি অসাধারণ বছরের প্রশংসা করে বলেন, একজন বার্সা ভক্ত হিসেবে আমি মনে করি খেলোয়াড়রা একজন সঠিক ট্রেইনারকে হারাচ্ছে। এই তিন বছরে ওরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে। আগামী মৌসুমে বার্সিলোনার কোচ হিসেবে সেভিয়া কোচ জর্জ সাম্পাওলির নামই বেশি শোনা যাচ্ছে। তবে এই তালিকায় আরও আছে এ্যাথলেটিক বিলবাও কোচ ও সাবেক বার্সা খেলোয়াড় আর্নেস্টো ভালভারডে। আগামী জুলাই মাসে নতুন কোচের নাম ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বার্সা সভাপতি।
×