ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুই ক্লাবের শাস্তির সিদ্ধান্ত এখনও হয়নি

প্রকাশিত: ০৫:৩৭, ১ মার্চ ২০১৭

দুই ক্লাবের শাস্তির সিদ্ধান্ত এখনও হয়নি

স্পোর্টস রিপোর্টার ॥ রেলিগেশন এড়ানোর জন্য প্লে অফ ম্যাচ খেলতে মাঠে না যাওয়া সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারা ক্লাবের শাস্তি বিষয়ে সিদ্ধান্ত আসবে নির্বাহী কমিটির পরবর্তী সভায়। জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া পরের মৌসুমে বিপিএলের ভেন্যু কমলেও ক্লাবগুলোর বিদেশী ফুটবলার নিবন্ধনের এখতিয়ার বাড়ছে বলেও জানান তিনি। এদিকে গত মৌসুমে বিপিএলে ক্লাবগুলোর বকেয়া পার্টিসিপেশন মানির আরও ৩ লাখ টাকা পরিশোধ করেছে বাফুফে। সমালোচকরা বলেন, বাফুফেতে নাকি কোন সিদ্ধান্তই চূড়ান্ত নয়। কারও কারও চোখে প্রভাবিত সংস্থার উৎকৃষ্ট উদাহরণও। বাফুফে কর্তারা এসব মন্তব্যকে বিদ্বেষপূর্ণ বলে দাবি করলেও বিতর্কিত কার্যকলাপে বিভিন্ন সময় কি বিশ্বাসযোগ্যতা হারায়নি তারা? গত মৌসুমেই দেশের আনাচে-কানাচে ফুটবলের হাওয়া বইয়ে দেয়ার গল্প শুনিয়ে প্রিমিয়ার লীগের অধিকাংশ খেলা ঢাকার বাইরে আয়োজন করল তারা। কিন্তু মৌসুম পেরুতেই পাল্টে গেল হাওয়া। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্লে অফ খেলতে মাঠে না যাওয়া দুটি দল সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারার শাস্তি নিয়ে এখনও কোন সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি ‘করিৎকর্মা’ বাফুফে। বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘ক্লাবগুলোকে অনুরোধ করেছি আপনারা ক্লাবের পক্ষ থেকে যদি চিঠি পাঠান তাহলে সেগুলো নিয়ে আমাদের নির্বাহী বোর্ডে সেটি আলোচনা করব।’ এদিকে শোনা যাচ্ছে, ক্লাবগুলোর চাপেই ঢাকার বাইরে ম্যাচ আয়োজন আর বিদেশী ফুটবলারের সংখ্যা কমিয়ে আনার নীতি থেকে সরে আসছে বাফুফে। অথচ দেশী ফুটবলারদের খেলার যথেষ্ট সুযোগ নিয়ে প্রায়ই চেঁচামেচি করতে দেখা যায় এসব ক্লাবের দায়িত্বশীল অনেক কর্মকর্তাকেই। তবে নতুন ক্যালেন্ডার নিয়ে আগের অবস্থানেই আছে পেশাদার লীগ কমিটি। ১-৩০ এপ্রিল দল বদল, ৫ মে ফেডারেশন কাপ আর জুনে শুরু প্রিমিয়ার লীগ। বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত এই ক্যালেন্ডার ঠিক থাকবে তো? ডোপিং সন্দেহে হতাশ ফেলপস! স্পোর্টস রিপোর্টার ॥ রিও ডি জেনিরো অলিম্পিকে ক্যারিয়ারের ইতি টেনেছেন মার্কিন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। অলিম্পিক ইতিহাসে সর্বাধিক ২৩ স্বর্ণপদক জয়ে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। কিন্তু সম্প্রতিই তার সতীর্থরা রিও অলিম্পিকের সময় নিষিদ্ধ ড্রাগ নিয়ে থাকতে পারেন এমন সন্দেহ তৈরি হয়েছে। সেজন্য শুনানিতেও হাজিরা দিতে হয়েছে। বিষয়টি নিয়ে চরম হতাশা ব্যক্ত করেছেন ফেলপস। তিনি জানিয়েছেন নিজে এবং তার সতীর্থরা বিষয়টি নিয়ে দারুণ বিস্মিত।
×