ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল ঘোষণা

অবশেষে ডাক পেলেন নাসির হোসেন

প্রকাশিত: ০৬:০৬, ১৬ জানুয়ারি ২০১৭

অবশেষে ডাক পেলেন নাসির হোসেন

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরের জন্য প্রাথমিক দলেও জায়গা হয়নি নাসির হোসেনের। চূড়ান্ত দলে থাকাতো দূরের ব্যাপার। সেই নাসির এবার ভারত ও শ্রীলঙ্কা সফরে দলের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে আছেন নাসির। এমনকি দলে ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও পেসার আল আমিন হোসেনও আছেন। এ দুইজনও নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলেও ছিলেন না। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার আব্দুল মজিদ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহেকে প্রশ্ন করা হয়েছিল, নাসির হোসেনকে নিচ্ছেন না বলে বিস্তর কথাবার্তা হচ্ছে। হাতুরাসিংহে বলেছিলেন, ‘ওকে (নাসিরকে) প্রচুর রান করতে হবে এবং উইকেট নিতে হবে। ওকে যখনই দলে নেয়া হয়েছে, গত দুই বছরে ওর রেকর্ড দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। আপনি প্রশ্ন করছেন, কারণ হয়তো আপনার ধারণা, আমার এখানে ভূমিকা আছে। মোটেও তা নয়। আমি পরিসংখ্যান ও দলে অবদান দেখে কাজ করি। সে অবদান রাখতে পারেনি। আর এই সিরিজে এই কন্ডিশনে তো আমরা হয়তো তিনজন সিমার নিয়ে খেলব। স্কোয়াডে একইরকম ক্রিকেটার দু’জনের বেশি বয়ে বেড়ানোর দরকার নেই।’ হাতুরাসিংহে যখন এমন কথা বলেছেন, তার কয়েকদিন আগেই নাসির দ্বিশতকের একটি ইনিংস খেলেছেন। এবার জাতীয় লীগে রংপুরের হয়ে সিলেটের বিপক্ষে ২০১ রানের ইনিংস খেলেছেন। আর তাতেই নাসির প্রাথমিক দলে সুযোগ করে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে নাসিরের সঙ্গে বিজয় (দুটি শতকসহ ৪৫১ রান) ও আল আমিনও (২৩ উইকেট) সুযোগ পেয়েছেন। তবে বিপিএলে ইনজুরিতে পড়ে এখনও ফিট হয়ে ওঠেননি বলে পেসার মোহাম্মদ শহীদকে প্রাথমিক দলেও বিবেচনা করা হয়নি। ৩০ সদস্যের দলে লিটন কুমার দাস, নিউজিল্যান্ড সফরের দলে থেকেও ইনজুরিতে পড়ে আর নিউজিল্যান্ড না যাওয়া শফিউল ইসলাম ও আলাউদ্দিন বাবু আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে ইনজুরিতে পড়া বাংলাদেশ ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও আছেন প্রাথমিক দলে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি ৯ ফেব্রুয়ারি শুরু হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ ম্যাচের সিরিজ শুরু হবে ৭ মার্চ। শুরুতে টেস্ট সিরিজ হবে। ১৯ মার্চ পর্যন্ত টেস্ট সিরিজ চলবে। তাই মাশরাফি ততদিনে ফিট হয়ে উঠবেন। এরপর ওয়ানডে ও টি২০ সিরিজে খেলতে পারবেন। গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক শতক করা মজিদ ঘরোয়া ক্রিকেটে অনেকদিন ধরেই রানের মধ্যে আছেন। তাই মজিদকেও রাখা হয়েছে। নিউজিল্যান্ড সফরের দলে শেষ পর্যন্ত থাকা সবাই প্রাথমিক দলে আছেন। বাংলাদেশের প্রাথমিক দল ॥ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদি মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আব্দুল মজিদ, এনামুল বিজয়, আল আমিন, আলাউদ্দিন বাবু, লিটন দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম।
×