ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৩০, ২ জানুয়ারি ২০১৭

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে  মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন বাংলাদেশ দলের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন বাংলাদেশী পেসার। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্মেন্সের পরই পুরস্কারস্বরূপ বোলার র‌্যাঙ্কিংয়ে ২৯তম হলেন কাটার মাস্টার। একের পর এক সাফল্যের মুখ দেখা মুস্তাফিজ এই সিরিজেই দীর্ঘ ইনজুরি থেকে ফেরেন। যদিও তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। তবে নিজ আলোয় উজ্জ্বল ছিলেন বাঁহাতি এ তারকা। দুই ম্যাচে তার শিকারে ছিল চার উইকেট। এতেই র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে আসেন তিনি। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে কিছুটা খরুচে ছিলেন। ৬২ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। তবে এক ম্যাচ বিশ্রাম দিয়ে শেষ ম্যাচে করেন অসাধারণ বল। মাত্র ৩২ রানে তুলে নেন দুই উইকেট। সে ম্যাচে টাইগারদের সবচেয়ে সফল বোলার ছিলেন সাতক্ষীরা এক্সপ্রেস। সম্প্রতি আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ। যা ছিল বাংলাদেশের প্রতিনিধিত্বে আইসিসি কর্তৃক প্রথম কোন পুরস্কার। এছাড়া আইসিসির গড়া সেরা টি২০ একাদশেও সুযোগ পান তিনি। গত ২২ ডিসেম্বর যখন মুস্তাফিজ আইসিসির উদীয়মান ক্রিকেটার হন, সেইদিনই আবার দীর্ঘ আট মাস পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। একদিনে দুই প্রাপ্তি মিলে। দেশের হয়ে প্রথমবার আইসিসির কোন বর্ষসেরা ক্যাটাগরিতে পুরস্কার জিতে ইতিহাসই গড়ে ফেলেন মুস্তাফিজ। মুস্তাফিজও নিজের অভিব্যক্তি আইসিসির কাছে প্রকাশ করতে গিয়ে জানিয়েছিলেন, ‘এখন পর্যন্ত এটা আমার ক্যারিয়ারে সেরা প্রাপ্তি। এই পুরস্কার সামনের বছরগুলোতে আমাকে আরও ভাল খেলতে উৎসাহিত করবে। এ পুরস্কার জিতে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিশেষ করে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এই অর্জনে সত্যিই আমি আনন্দিত।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার। এখানে খেলাটা সবসময়ই আকাক্সিক্ষত এবং আনন্দের। আমার জন্য এই স্বপ্নটা সত্যি হয়ে ধরা দিয়েছে। যারা আমাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। আশা করছি, ভবিষ্যতে আমি আরও বেশি আনন্দের উপলক্ষ বয়ে আনতে পারব।’ নতুন বছরের প্রথমদিনেই ভাল কিছুও পেয়ে গেলেন মুস্তাফিজ। সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেলেন। মুস্তাফিজকে ২০১৫-১৬ মৌসুমের উদীয়মান ক্রিকেটার বেছে নেয়া হয়েছে। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফর্মেন্স বিবেচনায় মুস্তাফিজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এই সময় তিন ওয়ানডেতে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। ১০টি টি২০ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৯ উইকেট। টি২০তেই ঝলক বেশি দেখিয়েছেন মুস্তাফিজ। সামনে তিনটি টি২০ ম্যাচও পাচ্ছেন ‘কাটার মাস্টার’। নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার প্রথম, ৬ জানুয়ারি দ্বিতীয় ও ৮ জানুয়ারি তৃতীয় টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রাপ্তিটাকে আরও এগিয়ে নিয়ে যাক মুস্তাফিজ, সেটিই সবার প্রত্যাশা।
×