ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছুটিতে দেশে গেলেন ওয়ালশ

প্রকাশিত: ০৬:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৬

ছুটিতে দেশে গেলেন ওয়ালশ

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিন বাংলাদেশে থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলে গেলেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বুধবার জ্যামাইকা চলে গেছেন। আপাতত জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে বিরতি পড়েছে। ঈদের জন্য ক্রিকেটাররা ছুটি পেয়েছেন। সেই বিরতি, ছুটিতে ওয়ালশও জ্যামাইকা গেছেন। কয়েকদিন বিশ্রাম শেষে আবার ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন। আবার জাতীয় দলের অনুশীলন শুরু হবে ১৮ সেপ্টেম্বর। সেদিন থেকে ওয়ালশও পেসারদের নিয়ে পুরোদমে মাঠে নেমে পড়বেন। বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় পৌঁছান ওয়ালশ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন। ওয়ালশ বলেন, বাংলাদেশে কার্টলি এ্যামব্রোসের মতো বোলার তৈরি করতে চান। জানান, ‘বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি এই দলটির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ সেই কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন ওয়ালশ। সোমবার থেকেই পেসারদের সঙ্গে কাজ করা শুরু করেন। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে পেসারদের ভালভাবে পরখ করেন। নিজের নোটবুকে কার কী ভুল তা লিখে নেন। সেই ভুলগুলো নিয়ে কয়েকটা দিন ভাবারও সুযোগ পেলেন ওয়ালশ। কিভাবে ভুলগুলো শুধরে দেবেন, জ্যামাইকায় ছুটি কাটানোর সময়গুলোতে ভাবতে পারবেন। এরপরই ২০১৯ সাল পর্যন্ত শুরু হয়ে যাবে বাংলাদেশে এ্যামব্রোসের মতো বোলার তৈরির কাজ। ১৯৮৪-২০০১ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে দাপটের সঙ্গে খেলেন ওয়ালশ। সেই সময়ে ওয়ালশ আর এ্যামব্রোসই বিশ্ব ক্রিকেটে পেস আক্রমণে নেতৃত্ব দিতে থাকেন। ২২ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দেন ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজের আরেক গ্রেট সাবেক পেসার কার্টলি এ্যামব্রোসের সঙ্গে সাত বছর টানা বোলিং জুটি গড়েন ওয়ালশ। ১৩২ টেস্ট ও ২০৫ ওয়ানডে খেলেন ওয়ালশ। টেস্টে ৫১৯ ও ওয়ানডেতে ২২৭ উইকেট শিকার করেন। ৪৯ ম্যাচে ওয়ালশ ও এ্যামব্রোস মিলে ৪২১ উইকেট নেন। টেস্ট ক্রিকেটে ওয়ালশই প্রথম বোলার যিনি ৫০০ উইকেট শিকার করেন। তবে ওয়ালশের আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার এতদিন ফাঁকাই ছিল। শুধু ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ ১৯ দলের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা ছিল ওয়ালশের। এবার বাংলাদেশের মতো একটি দলের বোলিং কোচের দায়িত্বের দায়ভার নিলেন ওয়ালশ। দায়িত্ব নিয়েই কিংবদন্তি এ পেসার বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ দারুণ খেলছে। দেশটিতে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে। প্রধান কোচ হিসেবে চন্দ্রিকা হাতুরাসিংহে অসাধারণ কাজ করছে।
×