ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের হোঁচট, নাকাল আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:৪২, ৬ আগস্ট ২০১৬

ব্রাজিলের হোঁচট, নাকাল আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ অলিম্পিক ফুটবলে দেশটি এখনও স্বর্ণপদক জিততে পারেনি। এবার নিজ দেশে শুরু হওয়া অলিম্পিক গেমসে আরাধ্য ট্রফি জয়ের স্বপ্ন বুনছে সেলেসাওরা। কিন্তু পুুরুষ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও জয় না পাওয়ায় দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে স্বাগতিক ফুটবলারদের। আর হতাশা ব্যক্ত করেছেন অধিনায়ক নেইমার। ইরাক-ডেনমার্কের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটিও গোলশূন্য ড্র হয়। এটিও ছিল ‘এ’ গ্রুপের ম্যাচ। ব্রাজিল তাও ড্র করেছে, কিন্তু আরেক পরাশক্তি আর্জেন্টিনার মিশন শুরু হয়েছে হার দিয়ে। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের যুবাদের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টাইন যুবারা। মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উত্তরসূরিদের কাছে নাকাল হয়েছেন লিওনেল মেসির উত্তরসূরিরা। ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে হুন্ডুরাস ৩-২ গোলে হারিয়েছে আলজিরিয়াকে। ‘বি’ গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনার ম্যাচে জাপানকে ৫-৪ গোলে হারিয়েছে নাইজিরিয়া। আফ্রিকান সুপার ঈগলদের হয়ে একাই চার গোল করেন ওগহেনকারো ইটেবো। সুইডেন ও কলম্বিয়ার মধ্যকার গ্রুপের আরেক ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকে। ‘সি’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির যুবাদের ২-২ গোলে রুখে দিয়েছে মেক্সিকান যুবারা। গ্রুপের আরেক ম্যাচে ফিজিকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে এশিয়ার শক্তি দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের চারজন দুটি করে গোল করেন। শক্তিশালী দল নিয়েই অলিম্পিকে অংশ নিচ্ছে ব্রাজিল। এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারের সঙ্গে আছেন সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া গ্যাব্রিয়েল জেসাস ও ‘গাবিগোল’ খ্যাত গ্যাব্রিয়েল বারবোসা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি গোলও করতে পারেননি নেইমাররা। ৫৯ মিনিটে বাফানা বাফানারা পরিণত হয় ১০ জনের দলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার মোথোবি মভালা। এরপরও গোল আদায় করতে ব্যর্থ হয় নেইমারের দল। প্রথমার্ধে দুটি গোলের সুযোগ সৃষ্টি করেন বার্সিলোনা তারকা। কিন্তু নেইমারের জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইটুমেলেং খুনে। দ্বিতীয়ার্ধের শুরুতে দক্ষিণ আফ্রিকাও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। এর কিছুক্ষণ পর ১০ জনের দলে পরিণত হয় বাফানা বাফানারা। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ ৩০ মিনিট দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে বেশ চাপের মুখে রেখেছিলেন নেইমাররা। কিন্তু গোলের দেখা পাননি। গ্যাব্রিয়েল জেসাসের একটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে। ম্যাচটি জিততে না পারায় দর্শকদের দুয়ো শুনতে হয় ব্রাজিল দলকে। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাই ক্ষোভ উগরে দেন নেইমার। বলেন, আমাদের কাছে এই ড্র হারের সমান। আমরা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলাম। নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা ভালমতোই অবগত। জানি যে কাজটা সহজ নয়। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বর্ণ জয় করা এত সহজ নয়। তিনি আরও বলেন, আগামীতে আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেই পরীক্ষায় কীভাবে উতরে যাব, তাও জানতে হবে আমাদের। তবে সবার আগে আমাদের শান্ত থাকা প্রয়োজন। সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে, যেন পরের ম্যাচে আমরা ভাল খেলতে পারি। আর্জেন্টিনা-পর্তুগালের ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর ৬৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন পর্তুগালের গঞ্জালো পাচিয়েন্সিয়া। ৮৪ মিনিটে পর্তুগালের দ্বিতীয় গোল করেন বদলি হিসেবে মাঠে নামা পিটে। পর্তুগীজদের দুটি গোলেরই নেপথ্য কারিগর ব্রুনো ফার্নান্ডেজ। এই হারে আর্জেন্টিনার নকআউট পর্বে খেলার পথটা বেশ কঠিন হয়ে গেল। অন্যদিকে কিছুদিন আগে রোনাল্ডো, ন্যানিদের ইউরো জয়ে পর্তুগালের যুবারা যে চাঙ্গা হয়েছেন সেটা প্রথম ম্যাচেই স্পষ্ট। উল্লেখ্য, অলিম্পিকে প্রতিটি দেশের অনুর্ধ-২৩ দল খেলে থাকে।
×