ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্ট্যানফোর্ডের কোয়ার্টারে সিবুলকোভা

প্রকাশিত: ০৬:১৭, ২৩ জুলাই ২০১৬

স্ট্যানফোর্ডের কোয়ার্টারে সিবুলকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনে দুর্দান্ত শুরু করেছিলেন ডোমিনিকা সিবুলকোভা। কিন্তু শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে থেমে যায় তার জয়রথ। উইম্বলডনের পর বৃহস্পতিবার প্রথম কোর্টে নামেন সেøাভাকিয়ার এই টেনিস তারকা। স্ট্যানফোর্ডের দ্বিতীয় রাউন্ডেও জয় তুলে নেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিবুলকোভা এদিন ৭-৬ (৭/৩) এবং ৬-৩ সেটে হারান পোল্যান্ডের উরজুলা রাদওয়ানাস্কাকে। সেই সঙ্গে স্ট্যানফোর্ড টুর্নামেন্টের শেষ আটেও জায়গা করে নেন তিনি। ডব্লিউটিএ স্ট্যানফোর্ড টুর্নামেন্টে জয়ের পর দারুণ রোমাঞ্চিত সিবুলকোভা। তবে এদিন নিজের সেরা খেলাটাই উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২ নাম্বারে থাকা এই সেøাভাকিয়ান তারকা বলেন, ‘সঠিক সময়েই আমার খেলায় মনোযোগ দিতে পেরেছি আমি। আমার ফোরহ্যান্ড খুব ভালভাবেই কাজ করছিল। আগে থেকেই জানতাম যে সে খুব ভাল পারফর্মার তাই তার বিপক্ষে জিততে হলে আমার সেরাটাই খেলতে হবে।’ ক্যালিফোর্নিয়ার এই টুর্নামেন্টের শেষ আটে সিবুলকোভার প্রতিপক্ষ এখন জাপানের মিসাকি দোই। প্রতিপক্ষ যেই হোক না কেন? স্ট্যানফোর্ডে জিততে মরিয়া সিবুলকোভা। কেননা এই ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারলেই যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরবেন সেøাভাকিয়ান তারকা। দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে জয় পেয়েছেন ক্যাথেরিন বেলিস। এদিন তিনি ৪-৬, ৬-৪ এবং ৬-৩ সেটে হারান সাচিয়া ভিকারিকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২০৩ ও ২০৪ নাম্বারে থাকা এই দুই তারকার কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বেলিসই। ক্যাথেরিন বেলিসের আসল পরীক্ষাটা এখন কোয়ার্টার ফাইনালে। কেননা শেষ আটে যে তার প্রতিপক্ষ এখন ভেনাস উইলিয়ামস। আমেরিকান তারকা ভেনাসের বর্তমান বয়স ৩৬। সুদীর্ঘ ক্যারিয়ারে ৭ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। কিন্তু তারপরও স্ট্যানফোর্ডে শীর্ষ বাছাই হিসেবে খেলতে নামেন। আর ভেনাস উইলিয়ামসের বিপক্ষে ক্যাথেরিন বেলিসের এটাই প্রথম লড়াই। তবে এর আগে চমক রয়েছে বেলিসের। ২০১৪ সালের ইউএস ওপেনে যে ডোমিনিকা সিবুলকোভাকে হারিয়ে দিয়েছিলেন তিনি। তার ছয় মাস পর মিয়ামির তৃতীয় রাউন্ডে ভেনাস উইলিয়ামসের ছোট বোন সেরেনা উইলিয়ামসের বিপক্ষে খেলারও অভিজ্ঞতা রয়েছে। তবে এবার স্ট্যানফোর্ড টুর্নামেন্টের শীর্ষ বাছাই ভেনাস উইলিয়ামসের বিপক্ষে কী করবেন সমর্থকদের সেটাই এখন দেখার অপেক্ষা।
×