ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউরোর নিরাপত্তায় ৬০ হাজার পুলিশ

প্রকাশিত: ০৬:৪৬, ২৬ মে ২০১৬

ইউরোর নিরাপত্তায় ৬০ হাজার পুলিশ

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপ নির্বিঘেœ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করছে আয়োজক ফ্রান্স। সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনার কারণে আয়োজকরা নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য সম্ভাব্য সব ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলায় ৬০ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করবে ফ্রান্স। এমন আশ্বাস দিয়েছেন দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী বার্নার্ড কাজেনুভা। আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে ইউরোপীয় ফুটবলের সেরা এই আসর। ফ্রান্সের রাজধানী প্যারিসের মূল স্টেডিয়াম স্তাডে ডি ফ্রান্সে গত শনিবার কাপ ফাইনালের পর সমর্থকদের আচরণে কিছুক্ষণের জন্য স্টেডিয়াম এলাকা জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্টেডিয়ামের ভিতরে দাহ্য পদার্থ বহন করে নিয়ে যাওয়ার ঘটানাটিও অনেকেই ভাল চোখে দেখেনি। তবে কাজেনুভা আশ্বস্ত করে বলেছেন প্যারিস সেইন্ট-জার্মেইন বনাম মার্সেইর ম্যাচটিতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল সেটা ইউরোতে থাকবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ইউরোতে এই ধরনের জনগণ, আয়োজক, কিংবা নিরাপত্তা ব্যবস্থা কিছুই থাকবে না। আগামী ১০ জুন থেকে শুরু হওয়া মাসখানেকের এই আয়োজনে নিরাপত্তা ইস্যুতে সম্ভাব্য সবকিছুই করা হবে। আমাদের মূল উদ্দেশ্যে হচ্ছে ইউরো অনেক বড় একটি আয়োজন, এখানে অনেক মানুষের সমাগম হয়। তিনি আরও বলেন, এখানে আমরা গোপনীয় কোন কিছুই রাখতে চাই না। শূন্য শতাংশ সতর্কতার অর্থ হচ্ছে শতভাগ ঝুঁকি, কিন্তু শতভাগ সতর্কতার অর্থ কিন্তু শূন্য শতাংশ ঝুঁকি নয়। সন্ত্রাসী হামলা মোকাবেলায় আমরা সবকিছু করেছি এবং আমরা পুরোপুরি প্রস্তুত বলেই দাবি করছি।
×