ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ

শেষ ওয়ানডেতেই ফয়সালা

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ জানুয়ারি ২০১৬

শেষ ওয়ানডেতেই ফয়সালা

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ওয়ানডের সিরিজে ফয়সালা হচ্ছে শেষ ম্যাচে। অকল্যান্ডের ইডেন পার্কে যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রবিবার ভোর চারটায় (আজ দিবাগত রাত)। প্রথম ম্যাচে ৭০ রানের বড় জয়ে ১-০তে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজ বাঁচাতে তাই জিততেই হবে আজহার আলির নেতৃত্বাধীন সফরকারী পাকিস্তানকে। ভুল থেকে শিক্ষা নিয়ে সেই কাজটাই করতে চায় পাকিরা। অন্যদিকে ব্রেন্ডন ম্যাককুলামের ফেরার সম্ভাবনায় আরও উজ্জীবিত কিউইরা দাপট অব্যাহত রেখে সিরিজ জিততে চায়। ওয়ানডের আগে ২-১এ টি২০ জিতে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ‘ব্ল্যাকক্যাপস’ শিবির। সব মিলিয়ে জমে উঠতে পারে ‘অঘোষিত ফাইনাল’ হয়ে ওঠা ফয়সালার শেষ লড়াই। সফরে দু’টি সিরিজকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছিল পাকিস্তান। ছোট্ট ফরমেটের অধিনায়ক শহীদ আফ্রিদি, ওয়ানডের সেনাপতি আজহার এবং প্রধান কোচ ওয়াকার ইউনুস প্রত্যেকেই সেটি বলেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডে উপমহাদেশের দলগুলোর যে চিরায়ত করুণ অবস্থা, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি পাকিরা। অথচ আফ্রিদির দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে প্রথম টি২০তে ১৬ রানের কি দারুণ এক জয় দিয়েই না শুরু করেছিল তারা। মনে হচ্ছিল আসলেই ব্যতিক্রম কিছু ঘটতে পারে। কিন্তু পরের দুই টি২০তে টানা হেরে সিরিজ খোয়ায় পাকিস্তান। কেন উইলিয়ামসনদের কাছে ১০ উইকেট ও ৯৫ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবেন আফ্রিদি। যেটি অব্যাহত থাকে ওয়ানডেতেও। প্রথম ম্যাচে খেই হারায় আজহার বাহিনী। টানা তিন হারে কার্যত কেঁপে উঠেছে পাকিস্তান ক্রিকেট। ব্যর্থতার দায় মাথায় নিয়ে বোর্ডের (পিসিবি) কাছে প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেয়ার প্রস্তাব দিয়েছেন ওয়াকার ইউনুস! তাও আবার অতিগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে। পাকিস্তানী আচরণ বলে কথা! প্রথম ওয়ানডেতে দলটির হারের ধরনও দৃষ্টিকটু। কেমন গোলমেলে। এক পর্যায়ে ৯৯ রানে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিল আজহারের বোলাররা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ার পর পাকিস্তানকে ২১০ রানে গুঁড়িয়ে দিয়ে ম্যাচটা বড় ব্যবধানে জিতে নেয় উইলিয়ামসনের দল! তবু বোলারদের সমর্থন জানিয়ে ব্যাটসম্যানদের কাছ থেকে আজ ভাল কিছু চাইছেন আজহার। তিনি বলেছেন, এই কন্ডিশনে ২৮০ রান অতিক্রম করে জেতা উচিত। বার্সিলোনা-এ্যাটলেটিকোর লড়াই স্পোর্টস রিপোর্টার ॥ লা লিগার লড়াইটা এবার জমে উঠেছে। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা আর এ্যাটলেটিকো মাদ্রিদ যেন দুর্দান্ত গতিতেই ছুটছে। বর্তমানে দুই ক্লাবেরই সমান ৪৮ পয়েন্ট। যদিওবা গোল ব্যবধানে শীর্ষস্থানে বার্সিলোনা। তবে কাতালানদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এই দুই ক্লাবের পর তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে তাদের সংগ্রহে ৪৪ পয়েন্ট। তবে আজ লা লিগায় বার্সিলোনা বনাম এ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে জয় মানেই নিজেদের এককভাবে শীর্ষে নিয়ে যাবেন তারা। তাই এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না লুইস এনরিকের শিষ্যরা। গত মৌসুমটা দারুণ কেটেছে বার্সিলোনার। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই ট্রেবল জয়ের মাইলফলক স্পর্শ করে তারা। এবার পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছে কাতালানরা। স্প্যানিশ লা লিগায় শীর্ষে অবস্থান করছেন মেসি-নেইমাররা। আর গত সপ্তাহেই এ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা ডেলরের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে লা লিগার সবচেয়ে সফল এই ক্লাবটি। শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও নিজেদের সেরাটা খেলছে বার্সিলোনা। এদিকে দুঃসময় পার করছে তাদের আজকের প্রতিপক্ষ এ্যাটলেটিকো মাদ্রিদ। গত সপ্তাহে কাতালানরা যখন কোপার শেষ চারের টিকেট নিশ্চিত করেছে তখন টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কোপা থেকে বিদায়ের সেই প্রভাব লা লিগায় পড়বে না বলে মন্তব্য করেছেন এ্যাটলেটিকোর অধিনায়ক গাবি। এ বিষয়ে তিনি বলেন, ‘কোপা থেকে বিদায়ের প্রভাব বার্সিলোনার বিপক্ষে পড়বে না। কারণ যে কোন দলের বিপক্ষেই লড়াই করে আমরা অভ্যস্ত। বার্সিলোনার বিপক্ষে ম্যাচেও আপনারা এ্যাটলেটিকোর সেরা খেলাটাই দেখতে পারবেন।’ ২০১৩/১৪ মৌসুমে বার্সিলোনা এবং রিয়ালকে টপকিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল এ্যাটলেটিকো মাদ্রিদ। যে কারণে ন্যুক্যাম্পের এই ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তিত নয় দিয়েগো সিমিওনের দল। বরং কাতালানদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে দারুণ আশাবাদী এ্যাটলেটিকো। দিনের অন্যান্য ম্যাচে এইবার খেলবে মালাগার বিপক্ষে, গেটাফের প্রতিপক্ষ এ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়ালের মুখোমুখি গ্রানাডা এবং রিয়াল সোসিয়েডাডে সফরে যাবে রিয়াল বেটিস। যারা নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে রুখে দেয়। আর রিয়াল বেটিসের বিপক্ষে নিষ্প্রভ পারফর্মেন্সের কারণেই বিতর্কে জড়িয়ে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাছাড়া বেটিসের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে লাথিও মেরেছিলেন বলে অভিযোগ! যদিওবা সিআর সেভেন বিষয়টিকে অস্বীকার করেছেন। এসবের সঙ্গে রয়েছে সাম্প্রতিক সময়ে তার বিপক্ষে ওঠা সমকামিতা ও গার্লফ্রেন্ড বিতর্কও। মৌসুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে বহুবার কটাক্ষের মুখে এসেছেন সিআর সেভেন। পর্তুগীজ মহাতারকাকেই দায়ী করা হয়েছিল রিয়াল মাদ্রিদে রাফায়েল বেনিতেজের চাকরি হারানোর জন্য। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনেও যেন ভাগ্য খুব একটা পাল্টাচ্ছে না তার। বেটিসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে গোল করতে না পেরে চটে গিয়েছিলেন রোনাল্ডো। সেই রাগ তিনি উগরে দেন প্রতিপক্ষের রক্ষণসৈনিক ফ্রান্সিসকো মোলিনেরোকে লাথি মেরে। রেফারির নজর এড়িয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নজর এড়াতে পারেনি সেই ম্যাচের ঘটনা। বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে রোনাল্ডোর লাথি। তার ঠিক এক সপ্তাহ আগে স্পোর্টিং গিজন ম্যাচেও নাচো কেসেসকে লাথি মারতে দেখা যায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। তবে লাথি যে ইচ্ছা করে মারেননি সিআর সেভেন অবশ্য সেকথাও জানিয়েছিলেন তিনি, ‘আমি জেনে শুনে লাথি মারিনি। সত্যিকারের মারলে মোলিনেরো দাঁড়াতেই পারত না। আর আমি কোনদিন ইচ্ছে করে মারিনি, মারবও না।’ তবে এসব বিতর্ক থেকে বেরিয়ে এসে জয়ের ধারায় ফিরতে মরিয়া বেল-রোনাল্ডোরা। সে জন্য রবিবার তারা লা লিগায় প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এস্পানিওলকে। ধীরে দলবদল করবে মোহামেডান স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সমন্বয়ে চ্যালেঞ্জিং দল গড়ার পরিকল্পনা করেছে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বেশি পারিশ্রমিকে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে কয়েকটি ক্লাবের টানা-হ্যাঁচড়াকে ফুটবলের জন্য অশনি সংকেত মনে করছেন ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া। তবে দক্ষ বিদেশীদের সঙ্গে ভাল মানের কয়েকজন স্থানীয় ফুটবলার পেলে শিরোপার রেসে থাকার মতো দল হবে মোহামেডানÑ নিজের এই আস্থার কথা জানিয়েছেন মোহামেডান কোচ কাজী জসিমউদ্দিন জোসি। পেশাদার লীগে এখনও শিরোপা জেতা হয়নি মোহামেডানের। অর্থের দাপটে অন্যদের চেয়ে পিছিয়ে থাকায় এবারও শক্তিশালী দল গড়া সম্ভব হচ্ছে না ঐতিহ্যবাহী ক্লাবটির। গত মৌসুমে তরুণ প্রতিভাবানদেরই প্রাধান্য দিয়ে লীগে তৃতীয় হওয়া ক্লাবটি এ মৌসুমেও হাঁটছে সে পথেই। ক্লাবটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছেÑ ভাল মানের নতুন ফুটবলার তৈরি করেই দল গড়া। তাই জাতীয় দলের পারফর্মহীন ফুটবলারদের দলে নিতে বিভিন্ন ক্লাব যেভাবে টাকার থলে নিয়ে ছুটছে সেই অসুস্থ প্রতিযোগিতায় জড়িত হতে চান না ক্লাব কর্মকর্তারা। মোহামেডানেরই তৈরি করা ফুটবলার জুয়েল রানা, সোহেল রানা, ইব্রাহীম, আশরাফুল রানারা বড় অর্থে নাম লিখিয়েছেন অন্য ক্লাবে। তাই মাসুক মিয়া জনিসহ পুরনো যারা আছেন, তাদের সঙ্গে ভালমানের কয়েকজন বিদেশী দলভুক্ত করলেই লীগে শিরোপা রেসে থাকার দলগঠন করা সম্ভব, এমনটাই মনে করছেন কোচ জোসি। উদাহরণ হিসেবে তুলে ধরলেন গত মৌসুমের সাফল্য। বৃহস্পতিবার থেকে দলবদল শুরু হলেও কোন উত্তাপ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। মোহামেডানও তাই দলবদলের আনুষ্ঠানিকতা সারবে ধীরে সুস্থেই। শেখ জামালের আলটিমেটাম পাত্তাই দেয়নি বাফুফে! স্পোর্টস রিপোর্টার ॥ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হলো। শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের ৪৮ ঘণ্টার আলটিমেটামকে পাত্তাই দিল না দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার বাফুফে ভবনে নির্বাহী কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং শেখ জামালের বিষয়গুলো আইন অনুসারেই নিষ্পত্তি করা হবে। সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও নির্বাহী কমিটির অন্য সদস্যরা। বৈঠক শেষে বাফুফের পক্ষ থেকে আরও জানানো হয়, এএফসি কাপে খেলার জন্য শেখ জামাল নিয়মতান্ত্রিকভাবে যদি কোন ক্লাবকে অনুরোধ করে, তাহলে সেই ব্যাপারটি বাফুফে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এ প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল বলেন, ‘শেখ জামাল তাদের প্রেস কনফারেন্সে কি বলেছে সেটি আমাদের বিবেচ্য নয়। বাফুফে তার নিজস্ব নিয়মেই চলবে। ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে যাওয়ার পর খেলোয়াড়রা স্বাধীন। তাদের যেখানে ইচ্ছা সেখানেই তারা খেলবে এবং ক্লাবগুলোরও সেটা বুঝতে হবে। এই উইন্ডোর বাইরে কোন ক্লাব কি স্বাক্ষর করিয়েছে, কত টাকা নিয়েছে বা অন্য কি করেছে সেগুলো বাফুফের দেখার বিষয় নয়। যে খেলোয়াড় যে ক্লাবের পক্ষে খেলতে ইচ্ছুক সেই ক্লাবেই তাদের কাগজ জমা দেবে এবং এতে দ্বিমত থাকলে এটি প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেখবে।’ বাফুফে জাতীয় দলের খেলোয়াড়দের বিভিন্ন ক্লাবের কাছে দিয়ে দিয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেন কাজী নাবিল আহমেদ। তবে পেশাদার লীগের ৮টি আসর শেষ হওয়ার পরও মৌসুম কখন শেষ সেই বিষয় নিয়ে অস্পষ্টতা অব্যাহত থাকাতে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা স্বীকার করেন আব্দুস সালাম মুর্শেদী। শেখ জামাল সভাপতি মনজুর কাদের দুইদিন আগে দাবি করেন বাফুফে ফুটবল উন্নয়নে কোন অর্থ ব্যয় করার প্রমাণ দেখাতে পারলে তিনি আত্মহত্যা করবেন। এ প্রসঙ্গে নাবিল বলেন, ‘বাংলাদেশ ফুটবল দল অনুর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এএফসি অনুর্ধ-১৪ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপাল থেকে শিরোপা নিয়ে এসেছে। আন্তর্জাতিক বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় খেলছে। এগুলো কি খরচ নয়? এগুলো কি ফুটবল উন্নয়নে ভূমিকা রাখছে না? একজন ফুটবলপ্রেমী হিসেবে বলবো ওনার মতো একজন ফুটবলপ্রেমীর আত্মহত্যা কাম্য নয়। আশাকরি তিনি আত্মহত্যা থেকে বিরত থাকবেন।’ নাবিল আরও বলেন, ‘শেখ জামালের এএফসি কাপ বর্জনের দায়ভার বাফুফে নেবে না। খেলোয়াড় ফেরত দেয়ার দায়িত্ব বাফুফের না। জাতীয় দল গড়তে খেলোয়াড়দের ক্লাব না দেশ থেকে নেয়া হয়, ক্লাবকে অবগত করতে চিঠি দেয়া হয়। ফলে ক্লাবকে খেলোয়াড় ফেরত দেয়ার প্রশ্ন উঠবে কেন! এএফসি কাপে চাইলে ধারে খেলাতে পারবে শেখ জামাল। এখন দেখার বিষয়, বাফুফের এমন অনড় অবস্থানে কি পদক্ষেপ গ্রহণ করে শেখ জামাল ধানম-ি? ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ মারে স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা যুদ্ধ রবিবার। আগেভাগেই ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচ। তার প্রতিপক্ষ হয়েছেন বিশ্বের দুই নাম্বার ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মারে ৫ সেটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক স্নায়ুযুদ্ধে কানাডার মিলোস রাওনিককে ৬-৪, ৫-৭, ৭-৬ (৭-৪), ৪-৬ ও ৬-২ সেটে পরাজিত করেন। টানা দ্বিতীয়বারের মতো এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ২৮ বছর বয়সী মারে। প্রতিবারই শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন। গত বছর জোকোভিচের কাছেই হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল, এবার সুযোগ প্রতিশোধ নেয়ার। তবে রবিবার সন্তানসম্ভবা স্ত্রীর সম্ভাব্য সন্তান প্রসবের দিন। সেক্ষেত্রে না খেলেই দেশে ফিরতে পারেন মারে। রড লেভার এ্যারেনায় শুরুটা দারুণ হয়েছিল বিশ্বের দুই নম্বর মারের। প্রথম সেট জিতে যান ৬-৪ গেমে। অবশ্য পরের সেটেই ঘুরে দাঁড়িয়ে সমতা আনেন রাওনিক (৭-৫)। এভাবেই ২-২ সেটে সমতা থাকার পর ফলাফল নির্ধারণী পঞ্চম সেটের শুরুতেই দুই গেম জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যান মারে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি রাওনিক। হেরে যান ৬-২ সেটে। গতি আর শক্তিমত্তায় পরিষ্কারভাবেই মারের চেয়ে এগিয়ে ছিলেন ১৩ নম্বর বাছাই রাওনিক। ২৩টি এসেসও জেতেন। এরপরও রাওনিকের পরাজয়ের মূল কারণ ৮টি ডাবল ফল্ট এবং ৭৮টি আনফোর্সড এরর। সুযোগগুলো নিয়ে ৪টি ব্রেক পয়েন্ট জিতে নেন মারে। এখন পর্যন্ত মাত্র দুটিই গ্র্যান্ডসøাম জিততে পেরেছেন মারে। ২০১২ সালে ইউএস ওপেন এবং ২০১৩ সালে উইম্বলডন জয় করেন তিনি। ২০১০, ২০১১, ২০১৩ ও ২০১৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন। ম্যানসিটি-আর্সেনাল জয় চায় স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপ। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে আজ মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ শক্তিশালী এ্যাস্টন ভিলা। দিনের অন্য ম্যাচে আর্সেনাল আতিথ্য দিবে বার্নলিকে। প্রিমিয়ার লীগের এই দুই জায়ান্টই জয়ের বিকল্প কিছু ভাবছে না। এছাড়াও চতুর্থ পর্বের বাধা পেরুতে মাঠে নামছে টটেনহ্যাম হটস্পার, লিডস, স্টোক সিটি, হাল সিটি এবং ব্ল্যাকবার্নের মতো দলগুলো। সুবিধাবঞ্চিতদের ক্রীড়া উৎসব স্পোর্টস রিপোর্টার ॥ ওরা সুবিধাবঞ্চিত। ওদের থাকার জায়গা নেই। খেলার জন্য মাঠও নেই। এমন পথ-শিশুদের নিয়েই নারায়ণগঞ্জে পালন করা হলো ক্রীড়া উৎসব ও চড়ুইভাতি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজমের উদ্যোগে ব্যতিক্রমী এ ক্রীড়া উৎসব সাড়া ফেলেছে পুরো জেলায়। চাঁদমারি বস্তির পাশে খালি মাঠেই এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছিল। সকাল ৯টার মধ্যে প্রায় ২৫০ জন প্রতিযোগী তাদের নাম এন্ট্রি করে ফেলে। ৬টি ইভেন্টে তারা অংশ নিয়েছিল। দিনভর শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাঠটি। পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন দেখতে ছুটে আসেন সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গড়া স্বপ্নডানা স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে সালমা জানালেন, ‘অবৈতনিক এ শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে আমরা এ আয়োজন করেছি।
×