ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরখাস্ত ভাল্কে

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বরখাস্ত ভাল্কে

স্পোর্টস রিপোর্টার ॥ ছাড় পেলেন না জেরোমে ভাল্কেও। ২০১৪ বিশ্বকাপের টিকেট কেলেঙ্কারির অভিযোগে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার মহাসচিব জেরোমে ভাল্কেকে বরখাস্ত করেছে সংগঠনটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ফিফা। এ সময় ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভাল্কেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। ফিফার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের সঙ্গে ভাল্কের সংশ্লিষ্টতা রয়েছে। ফিফার এথিক কমিটিকে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।’ ২০১৪ ফিফা বিশ্বকাপের টিকেট বিক্রির জন্য নিজেই উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এমন একটি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের যে অভিযোগটি এসেছে সেটি প্রত্যাখ্যান করেছেন ৫৪ বছর বয়সী ভাল্কে। পরে অবশ্য ওই চুক্তিটি বাতিল করা হয়। ২০০৭ সাল থেকে ফিফার দায়িত্ব পালন করছিলেন ফ্রান্সের এই সংগঠক। শুধু তাই নয়, সংস্থার সভাপতি সেপ ব্লাটারের ডান হাত হিসেবেও বিবেচিত হয়ে আসছিলেন তিনি। গত বিশ্বকাপের পর থেকেই তার উপর সন্দেহের তীর ছিল। বিশেষ করে ভাল্কের বিরুদ্ধে টিকেট বিক্রির সুবিধা আদায়ের অভিযোগটা ছিল গুরুতর। ফিফায় দুর্নীতির দায়ে গত ২৭ মে সুইজারল্যান্ডের জুরিখ থেকে সংগঠনটির শীর্ষ ৭ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। আর ফিফার কর্মকর্তাদের আটক হওয়ার পর থেকেই সংস্থাটির নানা কেলেঙ্কারি নিয়ে বিশ্বে সমালোচনার ঝড় উঠে। সেদিনই আবার ফিফার সভাপতি পদে পুনর্নির্বাচিত হন সেপ ব্লাটার। টেলিভিশন সম্প্রচার স্বত্ব এবং বিপণন থেকে ফিফার ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের দায়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যে ১৪ ফিফা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে, আটককৃতরা তাদেরই অংশ। ফলে মে মাসের নির্বাচনে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হলেও ব্লাটার আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের তারিখ দিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন। তবে পদত্যাগ করলেও একপ্রকার ভয়ে ভয়েই দিন কাটাচ্ছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ঝানু এই কর্মকর্তা। ঘুষ নেয়া ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ব্লাটারও গ্রেফতার হতে পারেন বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ জানায়। মূলত পরবর্তী বিশ্বকাপের আগেই বিচার প্রক্রিয়াকে আরও বেগবান করতে ব্লাটারকে বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন লিঞ্চ।
×