ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

'নিয়েপা' উৎসবের সময় ইন্দোনেশিয়ার বালিতে ইন্টারনেট বন্ধ থাকবে ২৪ ঘন্টা

প্রকাশিত: ২১:১৪, ১৫ মার্চ ২০১৮

'নিয়েপা' উৎসবের সময় ইন্দোনেশিয়ার বালিতে ইন্টারনেট বন্ধ থাকবে ২৪ ঘন্টা

অনলাইন ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের টেলিফোন কোম্পানিগুলো সে দেশের 'নিয়েপা' নামের ধর্মীয় উৎসব চলার সময় ২৪ ঘণ্টা টেলিফোন সেবা বন্ধ রাখতে রাজি হয়েছে। শুধু টেলিফোন সেবাই না, এই সময়ে ইন্টারনেট সেবাও বন্ধ থাকবে। ফলে মোবাইল ফোন এবং সোশাল মিডিয়ার সাইটগুলোতে স্থানীয় বাসিন্দারা যেতে পারবেন না। এমনকী স্থানীয় বিমানবন্দরও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার বালিতে 'নিয়েপা' পালিত হবে। বালি দ্বীপের হিন্দু জনগোষ্ঠী এই দিনটিকে নীরবতার দিন হিসেবে পালন করে থাকেন। "আসুন, অন্তত একদিন ইন্টারনেট থেকে মুক্তি নেই," বলছিলেন ইন্দোনেশিয়ান হিন্দু সোসাইটির প্রধান গুষ্টি এনগুরা সুদাইনা। "একদিন অন্তত এই সব বাদ দিয়ে নিজের দিকে দৃষ্টি ফেরাই।" বালির এনগুরা রাই বিমানবন্দরের জেনারেল ম্যানেজার ইউনুস সুপ্রায়োগি বলছেন, বিমানবন্দর বন্ধ থাকার সময়টাতে ২৪৪টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ২৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। ইন্দোনেশিয়ার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা নিওমান সাজায়ম বলছেন, নীরবতার দিনটি পালনের জন্য টিভি এবং রেডিও সম্প্রচারও বন্ধ থাকবে। সূত্র : বিবিসি বাংলা
×