ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাউস দিয়েই সিলেক্ট করা যাবে একাধিক ফাইল

প্রকাশিত: ২১:৩৮, ১১ অক্টোবর ২০১৬

মাউস দিয়েই সিলেক্ট করা যাবে একাধিক ফাইল

অনলাইন ডেস্ক॥ কি-বোর্ড ছাড়া মাউস দিয়েই সিলেক্ট করা যাবে একাধিক ফাইল! উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল বা ফোল্ডার থেকে পছন্দমতো একাধিক ফাইল নিদিষ্ট করে সিলেক্ট করতে চাইলে Ctrl চেপে ধরে সেই ফাইল সিলেক্ট করতে হয়। কিন্তু চাইলেই উইন্ডোজ 7 এবং ভিস্তা অপারেটিং সিস্টেমে Ctrl প্রেস ছাড়াই মাউস দিয়ে একাধিক ফাইল বা ফোল্ডার সিলেক্ট করা যায়। কাজটি করতে ডেস্কটপ থেকে Computer-এ ঢুকে Organize মেনু থেকে Folder Option এ যেতে হবে। এরপর ফোল্ডার অপশন ওপেন হলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিয়ে OK করুন। এবার প্রতিটি ফাইলের পাশে আলাদা চেক বক্স দেখাবে। আপনার যে যে ফাইল বা ফোল্ডার দরকার তার বাঁ পাশে টিক চিহ্ন দিলে সেটি সিলেক্ট হয়ে যাবে। প্রয়োজনে সিলেক্ট ফাইল বা ফোল্ডার কপি কিংবা সরানো (মুভ) যাবে।
×