
ছবি: সংগৃহীত
আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার—এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়। তবে এই সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং হতে পারে না।”
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ, মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।”
তারেক রহমান আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে, তৃণমূল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী ও কর্মজীবী মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র উন্নত হতে পারে না। একটি দেশের উন্নয়ন ও অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে তাদের শ্রম, ঘাম ও মেধার উপর।”
তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭৫-এর ৭ নভেম্বরের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, ৯০-এর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ—এই প্রতিটি ধাপে জনগণের সুমহান আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”
তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে গণতন্ত্রপ্রিয় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ, অনৈক্য সুযোগ নিয়ে পরাজিত, পলাতক অপশক্তি যেন আর কখনো পুনর্বাসিত হতে না পারে—এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন।
সূত্র: https://www.facebook.com/share/v/1AFCLqG67o/
আবীর