ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যাত্রী সংকট দুর পাল্লার বাস কাউন্টারে

প্রকাশিত: ১১:৪২, ১০ এপ্রিল ২০২৪; আপডেট: ১১:৪৪, ১০ এপ্রিল ২০২৪

যাত্রী সংকট দুর পাল্লার বাস কাউন্টারে

গাবতলী বাস কাউন্টার

বৃহস্পতিবার ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এই ঈদকে ঘিরে রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে বাড়িফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। ট্রেন স্টেশনে ভিড় লক্ষ্য করা গেলেও বাস বা লঞ্চে সেরকম ভিড় চোখে পড়েনি। বিশেষ করে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল যাত্রী সংকটে ধুঁকছে বলে জানান কাউন্টারের কর্মচারীরা।বুধবার (১০ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে গিয়ে যাত্রী সংকট দেখা গেছে। দেখা যায়নি গাবতলীর চিরচেনা সেই চিত্র। পদ্মা সেতু ও লোকাল বাসের প্রভাবে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন কাউন্টারের কর্মচারীরা।

আরও পড়ুন : বুধবারের ট্রেনের টিকিট বিক্রি নিয়ে যে তথ্য দিলো রেলওয়ে

কথা হয় পটুয়াখালী রুটের গোল্ডেন লাইন কাউন্টারের কর্মচারীদের সঙ্গে। তারা জানান, যাত্রী পাওয়া যাচ্ছে না ভাই। আমাদের প্রত্যেকটা গাড়ি সিট খালি নিয়ে যাচ্ছে। যাত্রীরা এসেই সিট বুকিং দিতে পারছে। ফেরি ঘাটে জট না থাকলেও যাত্রী সংকটে দিন পার করতে হচ্ছে বলে জানান তিনি।

সেলফী পরিবহনের চালকরা জানান, তারাও যাত্রী সংকটে পড়েছেন। তিনি বলেন, গাড়ি ফাঁকা রেখেই পাটুরিয়া যাচ্ছি। অন্যবারের মতো এবার যাত্রী নেই বলে জানান তিনি।
 

এস

×