ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বুধবারের ট্রেনের টিকিট বিক্রি নিয়ে যে তথ্য দিলো রেলওয়ে

প্রকাশিত: ১১:৩৯, ১০ এপ্রিল ২০২৪

বুধবারের ট্রেনের টিকিট বিক্রি নিয়ে যে তথ্য দিলো রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে

বুধবার (১০ জানুয়ারি) ঈদুল ফিতর ধরে নিয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) পর্যন্ত ঈদযাত্রার টিকিট বিক্রি করেছিল রেলওয়ে। তবে মঙ্গলবার ঈদের চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে।

ঢাকার স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, বুধবারের ট্রেনের টিকিট অনলাইন ও স্টেশন কাউন্টার, উভয় জায়গা থেকেই সংগ্রহ করা যাবে। যাত্রীরা নিজেদের সুবিধামতো টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন রাজশাহী ও খুলনার মেয়র

উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। যা শেষ হয় ৩১ মার্চ। এরপর ৩ এপ্রিল থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। 

এস

×