ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ৭ দফা দাবি জাতীয় হিন্দু মহাজোটের

প্রকাশিত: ০০:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২১

মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ৭ দফা দাবি জাতীয় হিন্দু মহাজোটের

স্টাফ রিপোর্টার ॥ সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাসহ সাতদফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে কেমন আছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ সব দাবি জানানো হয়েছে। সংগঠনটির পক্ষে থেকে জানানো দাবিগুলোর মধ্যে রয়েছে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ণ করা, হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষায় হিন্দু সংখ্যালঘু বিষয়ক কমিশন গঠন করা, হিন্দু উত্তরাধিকার আইন প্রবর্তন না করা, বিশেষ নির্বাচনী ব্যবস্থায় সংখ্যালঘুদের জন্য পার্লামেন্টে ৬০টি সংরক্ষিত আসন সৃষ্টি করা, সরকারী চাকরিতে ২০ শতাংশ কোটা বরাদ্দ করা এবং দুর্গাপূজায় তিনদিন ও রথযাত্রায় একদিনের সরকারী ছুটি ঘোষণা করা। সংগঠনটির সভাপতি প্রভাস চন্দ্র রায় বলেন, হিন্দু সম্প্রদায় আজ বলতে বাধ্য হচ্ছে ২০০১ সালের নির্বাচন পরবর্তী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হিন্দু অধ্যুষিত ১৯ জেলায় হত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজের বীভৎস্য নারকীয় রোমহর্ষক ঘটনায় জড়িত দুর্র্বৃত্তদের এখনও বিচার করা হচ্ছে না। গোল টেবিলে আরও উপস্থিত ছিলেন বংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, মুখপাত্র পলাশ কান্তি দে প্রমুখ।
×