ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সমকামী পেঙ্গুইন দম্পতির ডিম

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ আগস্ট ২০১৯

 সমকামী পেঙ্গুইন  দম্পতির ডিম

সমকামী হলেও তাদের সন্তান পাওয়ার বাসনা ছিল। সেই ইচ্ছে থেকেই তারা একটি পাথরেই তা দিত এতদিন। এবার তারা একটি ডিমও পেয়ে গেল। মানুষ নয়, জার্মানির রাজধানী বার্লিনের একটি চিড়িয়াখানার দুই সমকামী পুরুষ পেঙ্গুইনের কথা হচ্ছে। এরাই এখন চিড়িয়াখানাটির পর্যটকদের অন্যতম আকর্ষণ। বার্লিন চিড়িয়াখানার এক কর্মী নরবার্ট জামেল জানিয়েছেন, ১০ বছর বয়সী রয়্যাল পেঙ্গুইন স্কিপার এবং পিং একসঙ্গে থাকছে। সমকামী হলেও তাদের মধ্যে সন্তান পালনের বাসনা রয়েছে। তাই তারা একটি পাথরকে ডিম কল্পনা করে তা দিচ্ছিল। এটা লক্ষ্য করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের একটি ডিম জোগাড় করে দেন। ওই ডিমটি অন্য একটি পেঙ্গুইন দম্পতির। যারা প্রায়শই তাদের ডিম ভেঙ্গে ফেলত। কখনই সব ডিম গোটা অবস্থায় পাওয়া যেত না তাদের কাছ থেকে। সেখান থেকেই একটি ডিম এনে স্কিপার এবং পিংকে দেয়া হয়েছে। স্কিপার এবং পিং এখন নিয়মিত ডিমটিতে তা দিচ্ছে। তবে নরবার্ট জানিয়েছেন, এই ডিমটি ফুটে বাচ্চা হবে কিনা জানা নেই। কারণ অনেক ডিমই ঠিকঠাক নিষিক্ত হয় না। এখন এই ডিম থেকে যদি সত্যিই একটি বাচ্চা পেঙ্গুইন বেরিয়ে আসে, তবে ২০ বছরে প্রথমবার এই চিড়িয়াখানায় পেঙ্গুইন জন্মাবে।- ডয়েচে ভেলে
×