ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভিয়েনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন আইনমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৬, ২৭ মে ২০১৯

 ভিয়েনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউ এনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনে যোগ দিতে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক রবিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। সম্মেলনে ইউএনসিএসি রিভিউ বিষয়াদি আলোচিত হবে। ২৭-২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং ভিয়েনায় বাংলাদেশ মিশনের প্রতিনিধিবৃন্দ অংশ নেবেন। আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ২০০৭ সালে জাতিংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনে সমর্থনের মাধ্যমে সদস্যরাষ্ট্র হওয়ার পর হতে এ পর্যন্ত ইউএনসিএসি-এর অধীন যে সব পদক্ষেপ গ্রহণ করেছে, তা ইউএনসিএসিভুক্ত অন্যান্য সদস্যরাষ্ট্র কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে প্রথম রিভিউ সম্পন্ন হয়েছে।
×