ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চউকের নতুন চেয়ারম্যান হচ্ছেন দোভাষ

প্রকাশিত: ০৯:০৭, ৫ এপ্রিল ২০১৯

চউকের নতুন চেয়ারম্যান হচ্ছেন দোভাষ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান হচ্ছেন জহিরুল আলম দোভাষ। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও একাধিক দফায় সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কয়েক মেয়াদে চউকের মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন। নতুন চউক চেয়ারম্যানের বাবা জানে আলম দোভাষ ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রায় দশ বছর দায়িত্ব পালন করে আসছিলেন আবদুচ ছালাম। ২০০৯ সালের ২৩ এপ্রিল তিনি চউকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর সর্বশেষ ২০১৭ সালের ২৪ এপ্রিল ৫মবারের মতো তিনি দুই বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছিলেন। তার সময়ে চট্টগ্রামে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে অনুমোদন দেন একের পর এক মেগাপ্রকল্প। চুক্তিভিত্তিক নিয়োগের সর্বশেষ মেয়াদ শেষ হওয়ার পরও আলোচনায় ছিলেন তিনি। আবারও মেয়াদ বৃদ্ধি হতে পারে এমন গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম নগরীর উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত এ সংস্থাটির শীর্ষ পদে নিয়োগ পেলেন জহিরুল আলম দোভাষ। নতুন চউক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ চট্টগ্রামের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা জানে আলম দোভাষ বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। জহিরুল আলম দোভাষ বৃহস্পতিবার এ প্রসঙ্গে জানান, তার নিয়োগ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
×