ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁ যুবলীগের দুই নেতাকে অব্যাহতি

প্রকাশিত: ০৬:৪৬, ৮ নভেম্বর ২০১৮

সোনারগাঁ যুবলীগের দুই নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁও উপজেলা যুবলীগের কমিটি থেকে মাসুম চৌধুরী ও জাহিদুল ইসলাম স্বপন নামে দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এক সম্মেলনের মাধ্যমে অব্যাহতি দেয়ার বিষয়টি অবহিত করেন। বুধবার সন্ধ্যায় তিনি দুইজনকে তাদের সংগঠন থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা যুবলীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী ও সহ-সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন নৈতিক দলীয় আচরণবিধি লঙ্ঘন ও একাধিক মামলার আসামি এবং তাদের কর্মকা- ভূমিদস্যুতাসহ নানাবিধ অপকর্ম আইনবিরোধী কার্যকলাপ প্রতীয়মান হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের দলীয় পদ পদবী থেকে বহিষ্কার করা হয়। বগুড়ায় পুত্রের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সোনাতলা উপজেলার সাতবেকী গ্রামে পিতাকে হত্যার জন্য দায়েরকৃত মামলায় ছেলে ছমেদ আলীর যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ হয়েছে। বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত (৩) এই দণ্ডাদেশ দেয়। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেয়া হয়। জানা যায়, সাতবেকী গুচ্ছ গ্রামের বাসিন্দা বৃদ্ধ নাছিম উদ্দিন ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি খুন হন। পরের দিন একটি ফসলি জমির মধ্যে তার জবাই করা লাশ পাওয়া যায়।
×