ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

প্রকাশিত: ০৪:৫১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 চট্টগ্রাম বিমানবন্দরে  এক কেজি স্বর্ণসহ দুই যাত্রী  আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফাইফ্যানের হাতলের ভেতরে পাওয়া গেছে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ। রবিবার মধ্যপ্রাচ্যের মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে দুই যাত্রীর কাছে এগুলো পাওয়া যায়। কাস্টম কর্মকর্তারা এ দু’জনকে আটক করেছেন। এদিকে, বিমানের ফ্লাইটে আসা চারটি পরিত্যক্ত ব্যাগেজে পাওয়া গেছে প্রায় ৬ লাখ টাকার বিদেশী সিগারেট। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মোঃ মাহবুবুর রহমান জানান, স্বর্ণসহ আটক দুই যাত্রীর নাম আসাদুজ্জামান ও কামাল উদ্দিন। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এবং রাঙ্গুনীয়া উপজেলায়। মাসকাট থেকে সঙ্গে করে আনা দুটি ফ্রাইপ্যানের হাতলে ঢুকিয়ে তারা নিয়ে এসেছিল ১০টি স্বর্ণবার, যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। মালামাল স্ক্যানিংকালে স্বর্ণগুলো ধরা পড়ে। এদিকে, রবিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা চারটি ব্যাগেজ তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২৮৮ কার্টন সিগারেট। এর মধ্যে ২৫০ কার্টন ডানহিল এবং ৩৮ কার্টন ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট রয়েছে। আটক সিগারেটের মূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা। সন্দেহভাজন হিসেবে ব্যাগেজগুলো আটক করা হয়েছিল। পরেও এগুলোর দাবিদার পাওয়া যায়নি। এ বিষয়ে কাস্টমস এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×