ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত: ০৬:৩০, ২৫ জুলাই ২০১৮

খালেদার জামিন ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে আদালতকে জানিয়েছেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। সংক্ষিপ্ত এই শুনানিতে খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। শুনানি শেষে মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. মোঃ আখতারুজ্জামান ৩১ জুলাই পর্যন্ত খালেদার জামিন বাড়ান। একই সঙ্গে এ মামলার অন্য দুই আসামি মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাড়ানোর আবেদন মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার মামলাটির যুক্তিতর্ক শুনানিতে দুদকের পক্ষে এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘আজকেও খালেদা জিয়াকে আনতে ব্যর্থ হয়েছি। উনি অসুস্থ তাই কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করতে পারেনি। কিন্তু তিনি আদালতে হাজির না হলে মামলাটি কার্যক্রম শুরু করতে পারছি না। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা ছাড়া অভিযুক্ত অন্য তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মাহমুদুর রহমানের বিষয়টি আমি দেখবÑ প্রধান বিচারপতি ॥ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণের হামলার ঘটনাটি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বিষয়টি আপীল বিভাগের নজরে আনলে প্রধান বিচারপতি তাদের এই আশ্বাস দেন।
×