ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:৩৩, ৯ মে ২০১৮

নেত্রকোনায় হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ মে ॥ চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের দায়ে চার যুবককে মৃত্যুদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ-েও দণ্ডিত করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দ-িত আসামিরা হচ্ছেÑ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ব্যস্তপুর গ্রামের মুন্না (২৫), মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুমারখালি গ্রামের হাছেন আলী (২৭), একই উপজেলার খাসমহল বালুচর গ্রামের আব্দুল মালেক এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইবের চালা গ্রামের সেলিম (২২)। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মুন্নার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দেয়া হয়। আদালত সূত্র জানায়, আসামিরা ২০১৩ সালের ১৬ জানুয়ারি যাত্রী সেজে নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের চালক সোলেমানের মাইক্রোবাসে চড়ে গাজীপুরে যায়। পরে তাকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনিয়ে নেয়। পরদিন গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে পুলিশ সোলেমানের লাশ উদ্ধার করে। জয়পুরহাটে ৩ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, ওষুধ ব্যবসায়ী তরিকুল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারদ- এবং প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় দেন। দ-প্রাপ্ত আসামিরা হলো ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের এমরান হোসেন জনি, সদর উপজেলার সগুনা আমপাড়া গ্রামের রবিউল ইসলাম বিপ্লব এবং পৌর এলাকার পাঁচুরচক গ্রামের শাকিল হোসেন ম-ল। উল্লেখ্য, শহরের আমতলী এলাকার পদ্মা ক্লিনিকের নিচে তরিকুলের ওষুধের দোকানে একটি ম্যানিব্যাগ হারানোকে কেন্দ্র করে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাতে আসামিরা সবুজ নগর এলাকার একটি নার্সারিতে তরিকুলকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সাতক্ষীরায় ৪ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি মামলায় সাতক্ষীরায় চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-াদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর বাদামতলা গ্রামের আব্দুর রশিদ, তার স্ত্রী রহিমা খাতুন, আব্দুল জলিল ও তার স্ত্রী মাছুরা খাতুন। উল্লেখ্য, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১০ সালের ২ জানুয়ারি মাহমুদপুর বাদামতলা গ্রামের মৃত মধু ম-লের মেয়ে রুপালী দাসীকে (১৬) কাজের প্রলোভন দেখিয়ে ভারতের মুম্বাইয়ের এক পতিতালয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় তার মা গীতা দাসী আসামিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।
×