ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ রবিবার

প্রকাশিত: ০৫:২৭, ৯ মার্চ ২০১৮

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ রবিবার

স্টাফ রিপোর্টার ॥ জিয়া এতিমখানা ট্র্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামী রবিবার আদেশ দেবে হাইকোর্ট। অন্যদিকে বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের অর্থপাচার মামলার পুনঃতদন্তের নির্দেশ দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না তা জানা যাবে রবিবার। খালেদা জিয়ার আইনজীবীরা বৃহস্পতিবার জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করে দেয়। আইনজীবী জয়নুল আবেদীন আদালতে বলেন, ‘বিচারিক আদালত থেকে ১৫ দিনের মধ্যে নথি আসার কথা, সেই সময় তো শেষ। আজ ১৬ দিন চলছে। তখন বিচারক বলেন, ১৫ দিনের মধ্যে নথি পাঠাতে আমরা তো ২২ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিলাম। নথি এসেছে কি ?’ জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘নথি এসেছে কি না জানি না। এখন উনার জামিন আবেদনটি আদেশের জন্য রাখা হোক।’ বিচারক তখন বিষয়টি রবিবার আদেশের জন্য কার্যতালিকায় রাখার কথা বলেন। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান গত ৮ ফেরুয়ারি এ মামলার রায়ে পাঁচ বছরের সাজা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠান। সত্যায়িত অনুলিপি হাতে পেয়ে রায়ের ১০দিন পর হাইকোর্টে আপীল করেন বিএনপি চেয়ারপার্সন, সঙ্গে জামিনের আবেদনও করা হয়। খালেদার আপীল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট তার অর্থদ- স্থগিত করলেও সে সময় জামিন প্রশ্নে সিদ্ধান্ত অপেক্ষমান রাখা হয়। হাইকোর্ট জানায়, নিম্ন আদালত থেকে এ মামলার নথি তলব করা হয়েছে। সেই নথি দেখার পরই জামিন বিষয়ে আদেশ দেয়া হবে। হাইকোর্টের আদেশ বহাল ॥ বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের অর্থপাচার মামলার পুনঃতদন্তের নির্দেশ দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসনের নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মোরশেদ খানের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করীম। আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এখন আপীল বিভাগে মামলার পুনঃতদন্ত চলবে।
×