ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নৌকা দেশ এনেছে, রক্ষাও করছে ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:২৯, ৬ জানুয়ারি ২০১৮

নৌকা দেশ এনেছে, রক্ষাও করছে ॥  মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ জানুয়ারি ॥ আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও উন্নয়ন-প্রগতির প্রতীক। নৌকা দেশ এনেছে, দেশ রক্ষা করছে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই। তিনি বলেন, ২০১৪ সালে গণতন্ত্র রক্ষার স্বার্থে এ দেশে নির্বাচন হয়েছে, তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের শেষদিকেও নির্বাচন হবে। আপনারা ইতোমধ্যে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার কার্যক্রম দেখছেন, আর যারা ধ্বংস করছে তাদের কাজও দেখছেন। তাই, আপনারা নিশ্চয় যে দেশ রক্ষা করতে চায়, তার পক্ষে থাকবেন। আর যারা দেশের সম্পদ লুট করেছে তাদের প্রত্যাখ্যান করবেন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য ‘এ সরকারের অধীনে ইলেকশন করি না, করবও না’ উল্লেখ করে বলেন, উনি ইলেকশন করেন না, উনি মাছ খান না, মাছের ঝোল খানÑসিটি কর্পোরেশন নির্বাচন করেন। কাজেই আগামী নির্বাচনও করবেন। না করলে উনার জন্য কিচ্ছু বসে থাকবে না। তিনি শুক্রবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় ৩ দিনব্যাপী শীতবস্ত্র ও শিক্ষা প্রণোদনা অর্থ বিতরণের সমাপনী দিনে নালিতাবাড়ীর ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় দুধের মতো সাদা আর বেগম জিয়া মাকাল ফল বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, পত্রিকায় খবর এসেছে যারা বিদেশী ব্যাংকে অবৈধভাবে টাকা রেখেছে তাদের মধ্যে বেগম জিয়া অন্যতম। এমনকি সৌদি আরবে খালেদা জিয়ার হোটেল রয়েছে এসব খবরও বিদেশী পত্রিকায় ছাপা হয়েছে। অথচ ওয়ান-ইলেভেনের সময় এবং তার পরে এফবিআই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের খোঁজখবর নিয়েছে। কিন্তু কোথাও একটি চালের দানার মতো অবৈধ সম্পদ খুঁজে পায়নি। তাই সততার দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ ১০ নেতার মধ্যে তৃতীয় অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। পক্ষান্তরে বেগম জিয়ার ছেলের বিরুদ্ধে অবৈধ টাকা রাখার অভিযোগ এনে এফবিআই সাক্ষ্য দিয়েছে। এতিমদেরও টাকা আত্মসাত করেছে বেগম জিয়া ও তার পরিবার । পদœা সেতু নিয়ে খালেদা জিয়ার করা মন্তবের প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বলেন, অনেক ষড়যন্ত্র উৎরেয় শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও দুঃসাহসিক পদক্ষেপে দেশের নিজস্ব অর্থায়নেই পদœা সেতু হচ্ছে। আগামীতে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ডবলডিজিটে যাবে, ইনশাল্লাহ! আর পদœা সেতু নিয়ে যে অভিযোগ তুলেছিল হিলারি ক্লিনটনের বন্ধু উকাম্বু, আজ তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ট্রায়ালে রয়েছে। কৃষিমন্ত্রী বেগম জিয়ার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন। কিন্তু আপনি আপনার স্বামী হত্যার বিচার করেননি। কারণ, আপনি জিয়াউর রহমানের মৃত্যুতে দুবার প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আপনি আপনার স্বামী হত্যার বিচার করতে পারেন না, অথচ ৯২ দিন মানুষ পুড়াইয়া মারতে পারেন। আপনার সন্তানের মৃত্যুর পরও আপনি বলেছিলেন, শেখ হাসিনার পতন না ঘটিয়ে নামবেন না । কিন্তু আপনি নেমেছেন এবং ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এদিন কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়ন ও নকলা উপজেলার ৩টি ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ করেন। ওই সময় তার সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ মল্লিক আনোয়ার হোসেন,পুলিশ সুপার রফিকুল হাসান গণি,সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু,নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বকর সিদ্দিক বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×