ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এডুকেশন লিডারশিপ এ্যাওয়ার্ড পেলেন চবি উপাচার্য

প্রকাশিত: ০৬:২১, ১ নভেম্বর ২০১৭

এডুকেশন লিডারশিপ এ্যাওয়ার্ড পেলেন চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে অবদান এবং শিক্ষার গুণগত পরিবর্তনে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এডুকেশন লিডারশিপ এ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটির জুরি বোর্ডের সুপারিশক্রমে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ঢাকায় লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটির ফাউন্ডার ড. আর এল ভাটিয়ার কাছ থেকে চবি উপাচার্যের পক্ষে এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা। মঙ্গলবার চবি জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বিগত পাঁচ বছরে আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষা-গবেষণা, সামাজিক গুণগত পরিবর্তন, যোগ্য, বলিষ্ঠ এবং আধুনিক ধ্যান-ধারণাসম্পন্ন বিজ্ঞানমনস্ক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে সম্মানসূচক এ পুরস্কার প্রদান করা হয়েছে। এ স্বীকৃতি লাভ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, ডিনবৃন্দ, শিক্ষক সমিতি, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর, ছাত্রছাত্রী উপদেষ্টা, অফিসার্স সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে উপাচার্যকে অভিনন্দন জানানো হয়েছে।
×