ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাঙালী জাতির জন্য লজ্জারও দিন’

প্রকাশিত: ০৪:৫৯, ১৬ আগস্ট ২০১৭

বাঙালী জাতির জন্য লজ্জারও দিন’

স্টাফ রিপোর্টার ॥ পনের আগস্ট শুধু শোকের দিন নয়, এটি বাঙালী জাতির জন্য লজ্জারও দিন। কারণ, যে মহীরুহ ও মহান ব্যক্তিত্ব দেশের স্বাধীনতা তথা মানুষের মুক্তির জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন, এমনকি এই বাঙালী জাতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাকে কতিপয় বাঙালীই হত্যা করেছে। এই হত্যাকা- বাঙালী জাতির জন্য কলঙ্কের। শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকান্ডে- নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টে নিহত অন্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ ও এএফএম আমিনুল ইসলাম, মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন, মোঃ আসাদুজ্জামান, পরিচালক মোঃ মঞ্জুর আহমেদ, মোঃ জায়েদ হোসেন খান, উপপরিচালক মোঃ আবুল কাসেম প্রমুখ। ‘বঙ্গবন্ধু কোন বিশেষ দলের সম্পদ নন’ স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিশেষ রাজনৈতিক দলের সম্পদ নন। তিনি সমগ্র দুনিয়ার নিপীড়িত নির্যাতিত মানুষের লড়াই সংগ্রামের অনুপ্রেরণা। তিনি ১৬ কোটি মানুষের মহানায়ক। কোন দল যদি তাকে নিজেদের সম্পত্তি মনে করে ব্র্যাকেটবন্দী করে রাখতে চায় তাহলে তা হবে দুঃখজনক। মঙ্গলবার রাজধানীর দোলাইরপাড়ে তেজগাঁও উন্নয়ন সার্কেল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্কেল অফিসার শাহনাজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এসাইনমেন্ট অফিসার শামীম মুশফিক প্রমুখ।
×