ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বি. বাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ০৫:৪৭, ৪ জুলাই ২০১৭

বি. বাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, উপজেলার কেনা গ্রামের শিমুর খার ছেলে মোটরসাইকেল চালক সুজন বুধন্তি থেকে কেনা যাওয়ার পথে হর্ন বাজানোকে কেন্দ্র করে বুধন্তি গ্রামের আব্দুলের ছেলে মিজান ও তার লোকজন সুজনকে মারধর করে। পরে বুধন্তির ছোয়াব মিয়া দুপুরে মোটরসাইকেল নিয়ে কেনা বাজারে গেলে সুজনের লোকজন তাকে আবার মারধর করে। এ সময় খবর পেয়ে বুধন্তির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় গ্রামের নারী-পুরুষসহ অন্তত ৩০ আহত এবং কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। পরে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
×