ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বান্দরবানে সকাল

প্রকাশিত: ১০:৪৪, ১০ মে ২০১৯

 বান্দরবানে সকাল

বান্দরবানে সবুজ-নীলে মেশা পাহাড়ের পিছন থেকে পৌষের রাত্রি শেষে কুয়াশা ছিঁড়েখুঁড়ে সূর্য উঠে সোনলী রৌদ্দুর জানালার শিক গলে তোমার চিবুকে অপরূপ স্নিগ্ধতা ছড়িয়ে অলস পড়ে থাকে। হাতের তালুতে পরম আদরে ধরি রোদের উত্তাপ আস্তে আস্তে প্রকৃতিতে জাগে প্রাণের ছাপ নীড় ছেড়ে পাখির ওড়াউড়ি, মানুষের হাক ডাক পার্থিব জ্যোতিতে অপলক মুগ্ধ মৌনী অনিন্দ্য শোভন সুন্দরের গহীনে ডুবে যেতে যেতে ‘কোথায় তুমি, কতদূরে?’ প্রশ্ন বাক্য ধ্বনি বহুদূর থেকে ফেরায় আমাতে বান্দরবানে সকাল অমেয় সুধা ভরে মনের কৌটায়। ৩১ জানুয়ারি ২০১৯
×