ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

প্রতিদিন সকালে পানি পান না করলে হতে পারে এই ৫টি ক্ষতি!

প্রকাশিত: ১৮:১৯, ৭ আগস্ট ২০২৫

প্রতিদিন সকালে পানি পান না করলে হতে পারে এই ৫টি ক্ষতি!

ছবিঃ সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করা—এটি যতটা সহজ অভ্যাস, ততটাই উপকারী। দীর্ঘসময় না খেয়ে ঘুমানোর পর শরীর পানিশূন্য থাকে। তাই সকালে পানি না খেলে শরীরের ভেতর একাধিক সমস্যা তৈরি হতে পারে। চলুন জেনে নিই, প্রতিদিন সকালে পানি না খাওয়ার কারণে কী ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন আপনি।

১. ডিহাইড্রেশন ও ক্লান্তি
রাতভর ঘুমের পর শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়। সকালে পানি না খেলে এই ডিহাইড্রেশন আরও বেড়ে গিয়ে মাথা ব্যথা, ক্লান্তি, মনোযোগের ঘাটতির মতো সমস্যা দেখা দিতে পারে।

২. কব্জায় পড়ে হজমশক্তি
সকালে খালি পেটে পানি না খেলে পাকস্থলী ঠিকমতো কাজ করতে চায় না। ফলে হজমের সমস্যা, গ্যাস, অম্বল কিংবা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়। প্রতিদিন সকালে হালকা গরম পানি হজম প্রক্রিয়া আরও সক্রিয় করে তোলে।

৩. বদলে যেতে পারে ত্বকের উজ্জ্বলতা
পানির অভাবে ত্বক শুষ্ক, রুক্ষ ও নিস্তেজ হয়ে যায়। সকালে পানি না খেলে শরীরে জমে থাকা টক্সিন ঠিকমতো বের হতে পারে না, যার প্রভাব পড়ে সরাসরি আপনার ত্বকের ওপর।

৪. ওজন কমানোর পথে বাঁধা
সকালে পানি পান করলে তা বিপাকক্রিয়া (Metabolism) বাড়াতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর। তাই এই অভ্যাস বাদ দিলে ওজন কমানোর গতি কমে যেতে পারে।

৫. কিডনির ওপর বাড়ে চাপ
যথাযথ পানি গ্রহণ না করলে কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে শরীরে টক্সিন জমে যায় এবং ইউরিনারি ইনফেকশন বা পাথরের ঝুঁকি বেড়ে যেতে পারে।
সকালে পানি না খাওয়া মানে কিডনিকে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত করা।

✅ কী করবেন?

  • ঘুম থেকে উঠে দাঁড়ানোর আগেই এক গ্লাস পানি পান করুন
  • চাইলে হালকা গরম পানি, লেবু মিশ্রিত পানি বা ১ চিমটি মেথি ভেজানো পানি খেতে পারেন
  • কফি বা চা নয়—দিন শুরু হোক শুধুই বিশুদ্ধ পানির মাধ্যমে

শেষ কথা
প্রতিদিনের শুরুটা এক গ্লাস পানির মাধ্যমে হলে শরীর যেমন চাঙ্গা থাকে, তেমনই বাড়ে মানসিক সতেজতাও। তাই সুস্থ থাকতে হলে আজ থেকেই শুরু করুন এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস।

আলীম

×