ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাদিয়ার ক্যালিগ্রাফি

ইকবাল হাসান

প্রকাশিত: ২১:৪৩, ৬ আগস্ট ২০২২

সাদিয়ার ক্যালিগ্রাফি

সাদিয়া

সুন্দর হস্তলিপিকে ক্যালিগ্রাফি বা চারুলিপি বলা হয়ে থাকেবিভিন্ন সংস্কৃতিতে এর প্রচলন আছেযেকোন ভাষায় ক্যালিগ্রাফি  হতে পারেআরবি ক্যালিগ্রাফি অনেক আগে থেকে হয়ে আসছে এবং এটাই বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিতএই আরবি ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছেন সাদিয়া ইসলামতিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাাতকোত্তরের একজন শিক্ষার্থীসাদিয়ার সঙ্গে আলাপচারিতায় জানা যায়, ক্যালিগ্রাফি বিষয়টা তিনি প্রথম শুধু দেখতেন দিনপঞ্জিকায়

সেখান থেকেই তার মনে এগুলো আঁকার চিন্তা আসেকিন্তু পড়াশোনার চাপে আর হয়ে ওঠেনিএরপর করোনার বন্ধে শুরুর দিকে বিখ্যাত ক্যালিগ্রাফারদের আঁকা দেখে আঁকতে চেষ্টা করেন তিনিক্যালিগ্রাফি বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তিনি এ পর্যন্ত অনলাইনে দুটি কোর্স শেষ করেছেনএরপরই তিনি তার জীবনের প্রথম ক্রেতার সম্মুখীন হনবিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের একজন তাকে বাসায় ক্যালিগ্রাফি করে দেয়ার জন্য বলেএরপর আর পিছনে তাকাতে হয়নি তাকেসেখান থেকে অনুপ্রেরণা পেয়ে খুলেছেন ফাউন্টেইন অব ক্যালিগ্রাফিনামক একটি ফেসবুক পেজএখন পর্যন্ত তিরিশের ওপর কাজ করেছেন তিনি

কাজ শুরু করার প্রথম দিকে নানামুখী চাপ ছিল তার  ওপরএসব কাজ সামলেই তিনি এখনও চালিয়ে যাচ্ছেন তার কাজএ বিষয়ে তিনি বলেন, পরিবার থেকে এই কাজ নিয়ে প্রথমে একটু সমস্যা ছিলমায়ের দিক থেকে যথেষ্ট সাপোর্ট থাকলেও আমার বাবাকে যখন প্রথম এই বিষয়ে বলি তখন বাবা বলেছেন, তুমি মেয়ে, তুমি কেন ব্যাবসা করবে? সেই আমি এখন আমার আয়ের টাকা থেকে প্রায়ই বাবাকে টাকা দেইএখন বাবা উল্টো আমাকে  নিয়ে গর্ব করেন।  এছাড়া শুরু থেকে এই যাত্রায় বন্ধুদের সাপোর্ট ছিল সেটা অস্বীকার করার কোন সুযোগ নেই

অনুপ্রেরণার জায়গা বলতে গিয়ে তিনি বলেনআমার বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের এক আপু আমাকে ওনার বাসার ক্যালিগ্রাফি করে দেয়ার জন্য বলেতখন আমার মাথায় আসল এটা আমি প্রফেশনালি নিতে পারিতারপর আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা  পেজ খুলে ফেললামসেখান থেকে ধীরে ধীরে কাজ আসতে থাকেসিনিয়র আপুর অর্ডারটাই আমার জন্য অনুপ্রেরণা

বাংলাদেশে ক্যালিগ্রাফির ভবিষ্যত নিয়ে তিনি বলেন, আগে ক্যালিগ্রাফি বিষয়টা নির্দিষ্ট একটা গোষ্ঠীর ভেতর আবদ্ধ ছিল কিন্তু এখন এটা ছড়াচ্ছেবাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে এটা আরও বেড়েছেতাই অন্যান্য পেইন্টিং কেনার চেয়ে ক্যালিগ্রাফি কেনার ক্ষেত্রে মানুষের একটু বেশিই আগ্রহবিভিন্ন অনুষ্ঠানে এখন অনেকে ক্যালিগ্রাফি উপহারও দিচ্ছেআমি বাংলাদেশে ক্যালিগ্রাফি নিয়ে আশাবাদী

×