ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১

যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছে নেতানিয়াহু ॥ হামাস

প্রকাশিত: ২০:২৩, ৫ মে ২০২৪

যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছে নেতানিয়াহু ॥ হামাস

পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী

মিসরের রাজধানী কায়রোতে দ্বিতীয় দিনের মতো রবিবারও যুদ্ধবিরতি আলোচনা হয়েছে। এতে মধ্যস্থতা করছে কাতার মিসর কর্তৃপক্ষ। তবে হামাসের এক নেতা জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন। খবর আলজাজিরার।

এদিকে দক্ষিণ গাজায় রাফা শহরে হামলার কথা আগে থেকেই জানিয়েছে আসছে ইসরাইল। তবে সেখানে হামলা যাতে না চালানো হয় তার আশ্বাস চাচ্ছে হামাস। তা ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরাইলেও চলছে সরকারবিরোধী বিক্ষোভ। চুক্তি কার্যকর জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা। যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যা পুরো যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়ছে। কারণ ইসরাইল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে। 

এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরে ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের চার যোদ্ধাসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার দেইর আল-ঘুসুন গ্রামে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এমনকি নিহতদের মৃতদেহও তারা নিয়ে গেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে চারজন তাদের আল-কাসাম সশস্ত্র শাখার সদস্য। তবে পঞ্চম ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার মৃতদেহটি বিকৃত হওয়ায় শনাক্তকরণ সম্ভব হয়নি। অন্যদিকে রবিবার পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বন্দি সোসাইটি জানিয়েছে, শিশু সাবেক বন্দিসহ ২৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

×