ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ডলফিন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:৩৩, ২৫ মে ২০২৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ডলফিন

অর্ধগলিত ডলফিন।

কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে সাত ফুট দৈর্ঘ্যের একটি অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে। শনিবার (২৫ মে) দুপুরে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ডলফিনটি সৈকতে ভেসে আসে। 

ডলফিনটি পিঠে ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাম পাখায় জাল পেচানো রয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা ডলফিন কমিটির সদস্য আবুল হোসেন রাজু। 

কুয়াকাট ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এখনো সমুদ্রে জোয়ার চলছে। সমুদ্রের ভাটার পর ডলফিনটি মাটিচাপা দেওয়া হবে।

 

এম হাসান

×