ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খাসির পায়া না দেওয়ায় ভাঙল বিয়ে

প্রকাশিত: ১৭:০৭, ২৬ ডিসেম্বর ২০২৩

খাসির পায়া না দেওয়ায় ভাঙল বিয়ে

অনুষ্ঠানের খাবারে তা পরিবেশন না করায় বরপক্ষ ভীষণ ক্ষুব্ধ হয়। প্রতীকী ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাগদানের অনুষ্ঠানের ভোজে অতিথিদের খাসির পায়া পরিবেশন না করায় বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ।

কনেপক্ষ আগেই বলেছিল, আমিষ মেনুর অংশ হিসেবে অনুষ্ঠানে খাসির পায়া পরিবেশন করা হবে। কিন্তু অনুষ্ঠানের খাবারে তা পরিবেশন না করায় বরপক্ষ ভীষণ ক্ষুব্ধ হয়। এ নিয়ে তুমুল বিবাদের জেরে শেষমেশ বিয়ে ভেঙে দেওয়া হয়।

কনের বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদ, বরের বাড়ি জাগতিয়াল। গত মাসে (নভেম্বর) কনের বাড়িতে বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগদানের পর খাওয়ার পর্বে কনেপক্ষ নিজেদের পরিবারের সদস্য, বরের আত্মীয়স্বজনসহ অতিথিদের জন্য একটি আমিষ মেনু রেখেছিল। কিন্তু এই আমিষ মেনুতে কথা অনুযায়ী খাসির পায়া ছিল না।

বাগদানের অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন অতিথিরা লক্ষ্য করেন, কনেপক্ষের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়।

তখন কনের পরিবার নিশ্চিত করে যে খাবারে খাসির পায়া রাখা হয়নি। কনেপক্ষ এ কথা স্বীকার করলে বিবাদ আরও বাড়ে। দুই পক্ষের মধ্যে ঝগড়া এমন অবস্থায় পৌঁছে যে একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা বিবাদ মেটানোর চেষ্টা করেন। তাঁরা বরের পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা কিছুতেই শান্ত হচ্ছিলেন না।

কনেপক্ষের পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী খাবারে খাসির পায়া না দেওয়ার বিষয়টিকে ‘অপমান’ বলে অভিহিত করে বরপক্ষ।

বরপক্ষ অভিযোগ করে বলে, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাঁদের কাছে এই সত্য গোপন করেছে যে মেনুতে খাসির পায়া নেই।

শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে ভেঙে দেয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই বলছেন, এ ঘটনার সঙ্গে বহুল প্রশংসিত একটি তেলেগু সিনেমার দৃশ্যের মিল আছে।

‘বালাগাম’ নামের তেলেগু সিনেমাটি গত মার্চ মাসে মুক্তি পায়। এই সিনেমায় দেখা যায়, খাসির পায়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের পর বিয়ে বাতিল করা হয়।

 

এস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার