ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাপান ২০ দেশকে বিনামূল্যে ফ্লুরোধী ওষুধ ‘এ্যাভিগান’ দেবে

প্রকাশিত: ০৭:২৬, ১১ এপ্রিল ২০২০

 জাপান ২০ দেশকে বিনামূল্যে ফ্লুরোধী ওষুধ ‘এ্যাভিগান’ দেবে

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশ্বের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। গবেষকরা এই ভাইরাসের প্রকিষেধক আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় ২০ দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ফ্লু-রোধী ‘অ্যাভিগান’ ওষুধ সরবরাহ করবে জাপান। ইতোমধ্যে দেশগুলোতে ক্লিনিক্যাল টেস্ট চলছে। ঘোষিত ওই ২০ দেশের মধ্যে রয়েছে, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইরান, সৌদি আরব ও তুরস্ক। মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিসু মোতেগি এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। পৃথক আরেক সংবাদ সম্মেলনে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োহিশিদে সূগাও একই কথা বলেন। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। পররাষ্ট্রমন্ত্রী মোতেগি বলেন, আরও ৩০ দেশ এ ওষুধ নেয়ার আগ্রহ দেখিয়েছে। সরকার বিষয়টি দেখছে। জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত ‘অ্যাভিগান’ ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি চীন সরকার দাবি করে, এ ওষুধ ‘কোভিড-১৯’ প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে তোলপাড় শুরু হয়। করোনাভাইরাসের উপসর্গের চিকিৎসায় ব্যবহারের জন্য অ্যাভিগানের কার্যকারিতা এবং নিরাপত্তা যাচাই করে দেখতে জাপানে এর ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে বলে কিছুদিন আগেই জানিয়েছে ফুজিফিল্ম তয়োমা কেমিক্যাল কোম্পানি। ওষুধটি ‘ফ্যাভিপিরাভির’ নামেও পরিচিত।
×