ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চীনের মাস্ক বিক্রির রেকর্ড

প্রকাশিত: ০৮:৩৯, ৮ এপ্রিল ২০২০

চীনের মাস্ক বিক্রির রেকর্ড

গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল চীনে। সেই দেশটি এখন বিশ্বের বিভিন্ন দেশে গত এক মাসে প্রায় ৪০০ কোটি পিস মাস্ক বিক্রি করেছে। চীন সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসের চিকিৎসা সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। এ সুযোগে সুরক্ষা সামগ্রী বিক্রির রেকর্ড গড়েছে বেজিং। -বিবিসি করোনা রোগীর সেবায়... মিস ইংল্যান্ড ভাষা মুখার্জি। পেশায় চিকিৎসক। এবার মহামারী করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে পুরনো পেশায় ফিরলেন তিনি। ইতোমধ্যে ভারত থেকে যুক্তরাজ্যে ফিরে পুরনো কর্মস্থল পিলগ্রিম হাসপাতালে যোগ দিয়েছেন এই তারকা। এর আগে ভারতীয় বংশোদ্ভূত বাঙালী তরুণী ভাষা মুখার্জি ২০১৯ সালের মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চিকিৎসা পেশা ছেড়েছিলেন। এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত বৈশ্বিক এই স্বাস্থ্য সঙ্কটে ফের ডাক্তারি পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড।-বিবিসি
×